বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন দ্বাদশ আসরের জন্য দলগুলোর নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের মৌসুমে পাঁচটি দল অংশ নেবে, যাদের মধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজি নতুন নামে মাঠে নামছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দলগুলোর নাম ঘোষণা করা হয়।
ঢাকা ও রংপুর দল তাদের পুরোনো নামেই থাকছে-ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স। বিপিএলের ইতিহাসে একমাত্র দল হিসেবে রংপুর রাইডার্স এখনও পর্যন্ত কখনও নাম পরিবর্তন করেনি।
অন্যদিকে, নতুন নামে আসছে তিন ফ্র্যাঞ্চাইজি-চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স।
চট্টগ্রামের দলটি অতীতে ভিন্ন মালিকানায় খেলেছে চট্টগ্রাম কিংস, চট্টগ্রাম ভাইকিংস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে। এবারের মৌসুমে দলটির মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসেস।
রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি এবার পরিচালনা করবে নাবিল গ্রুপ। এর আগে বিপিএলে রাজশাহীর প্রতিনিধিত্ব করেছে দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস, রাজশাহী রয়্যালস ও দুর্বার রাজশাহী নামে দলগুলো।
সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম বদলেছে সবচেয়ে বেশি বার-এতদিন তারা খেলেছে সিলেট রয়্যালস, সিলেট সুপার স্টার্স, সিলেট সিক্সার্স, সিলেট থান্ডার, সিলেট সানরাইজার্স ও সিলেট স্ট্রাইকার্স নামে। এবার নতুন রূপে দেখা যাবে সিলেট টাইটান্সকে।
ঢাকার দলটিও বিপিএলে সবচেয়ে বেশি নাম পরিবর্তনের সাক্ষী-ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা, ঢাকা ডমিনেটর্স ও দুর্দান্ত ঢাকা হয়ে শেষ আসরে আত্মপ্রকাশ করেছিল ঢাকা ক্যাপিটালস নামে।
এবারের বিপিএলে অংশ নিতে আগ্রহ দেখিয়েছিল ১১টি প্রতিষ্ঠান। দুই দফা যাচাই-বাছাই শেষে আর্থিক সক্ষমতা ও বিভিন্ন মানদণ্ডে উত্তীর্ণ হয়ে পাঁচটি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে।
বিসিবি আগামী ১৯ ডিসেম্বর থেকে দ্বাদশ বিপিএল শুরু করার পরিকল্পনা করছে। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হতে পারে ১৭ নভেম্বর।
