English

14 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫
- Advertisement -

বিপিএল খেলতে এসে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন পাকিস্তানি তারকা

- Advertisements -

বিপিএল অংশ নিতে পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। ঢাকা ক্যাপিটালসের হয়ে সিলেটে থাকা এই ক্রিকেটার গতকাল রাতে ইনস্টাগ্রামে স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

ইমাদ ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানান, দীর্ঘ কয়েক বছর ধরে চলা অমীমাংসিত মতপার্থক্যের কারণেই তিনি সানিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। তিনি ভবিষ্যতে যেন সানিয়াকে তাঁর স্ত্রী হিসেবে উল্লেখ না করা হয়-সে অনুরোধও জানান। একই সঙ্গে ব্যক্তিগত বিষয়টিকে সম্মান জানাতে এবং তাঁদের পুরোনো ছবি বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না দিতে সবার প্রতি আহ্বান জানান ইমাদ।

এ ছাড়া তাদের সম্পর্ক নিয়ে ভুল ব্যাখ্যা, অপপ্রচার বা তৃতীয় কোনো পক্ষকে জড়িয়ে মানহানিকর কিছু করা হলে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সন্তানদের প্রসঙ্গে ইমাদ বলেন, বাবা হিসেবে তিনি দায়িত্বশীলভাবে তাদের দেখভাল করবেন।

ইমাদের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে নিজের বক্তব্য তুলে ধরেন সানিয়া আশফাক। সেখানে তিনি দাবি করেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপই তাদের দাম্পত্য জীবনের ভাঙনের মূল কারণ। সানিয়া লেখেন, ‘আমার ঘর ভেঙে গেছে, আমার সন্তানেরা তাদের বাবাকে হারিয়েছে। আমি তিন সন্তানের মা, যার মধ্যে পাঁচ মাসের একটি শিশুও আছে, যাকে তার বাবা এখনো কোলে নেয়নি।’

তিনি আরও বলেন, তার নীরবতাকে যেন দুর্বলতা হিসেবে না দেখা হয়। অনেক দাম্পত্য জীবনের মতো তাদের সংসারেও সমস্যা ছিল, কিন্তু তিনি স্ত্রী ও মা হিসেবে সম্পর্ক টিকিয়ে রাখতে আন্তরিক চেষ্টা করেছেন। তবে তার ভাষ্য অনুযায়ী, ইমাদকে বিয়ে করতে আগ্রহী এক তৃতীয় ব্যক্তির জড়িত হওয়াই তাঁদের সম্পর্কে ‘চূড়ান্ত আঘাত’ হয়ে আসে।

ইনস্টাগ্রাম পোস্টে সানিয়া মানসিক নির্যাতন, দুর্ব্যবহার এবং গর্ভপাতের মতো কঠিন অভিজ্ঞতার অভিযোগও তোলেন। সন্তানদের স্বার্থ ও পরিবারের সম্মান রক্ষার জন্য তিনি তখনও ধৈর্য ধরেছিলেন বলে উল্লেখ করেন।

বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া নিয়েও কথা বলেন সানিয়া। তার দাবি, বিষয়টি এখনো আইনগতভাবে বিতর্কিত ও তদন্তাধীন। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সত্য প্রকাশ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা বা হুমকি দেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সানিয়া পোস্টে পবিত্র কোরআনের দুটি আয়াত উদ্ধৃত করে লেখেন, আল্লাহ অন্যায়কারীদের কর্মকাণ্ড সম্পর্কে অবগত এবং ভালো নারী ভালো পুরুষের জন্যই। তিনি আরও বলেন, এই ঘটনায় জড়িত প্রত্যেকের বিষয়ে প্রমাণ নথিভুক্ত করা আছে, যদিও সেগুলো প্রকাশ না করতে তাকে হুমকি দেওয়া হচ্ছে।

২০১৯ সালে ইমাদ ওয়াসিম ও সানিয়া আশফাকের বিয়ে হয়। তাঁদের সংসারে তিন সন্তান রয়েছে। ক্রিকেটের মাঠে অবশ্য দারুণ ছন্দে আছেন ইমাদ। গত শনিবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে রাজশাহীর বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে তাঁর দলের পরের ম্যাচ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2zcs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন