ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর প্রথম দিনেই চমকে দিয়েছে। ব্রাজিলের ক্লাব গ্রেমিও থেকে ১৯ বছর বয়সী ফরোয়ার্ড আলিসনের সঙ্গে চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ক্লাবটি।
কয়েক সপ্তাহ ধরেই গ্রেমিওর সঙ্গে আলিসনকে নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল ভিলা। ডিসেম্বরেই দুই ক্লাবের মধ্যে সমঝোতা সম্পন্ন হলেও শীতকালীন দলবদলের প্রথম দিনেই তা ঘোষণা করা হলো। ক্লাব সূত্রে জানা গেছে, এই ট্রান্সফারে ভিলার খরচ হচ্ছে প্রায় ১ কোটি ৫ লাখ পাউন্ড। এর মধ্যে প্রাথমিকভাবে ৮৭ লাখ পাউন্ড এবং পারফরম্যান্সভিত্তিক বোনাস হিসেবে আরও ১৮ লাখ পাউন্ড দেওয়ার শর্ত রয়েছে। চুক্তিতে ভবিষ্যতে বিক্রির ক্ষেত্রে ১০ শতাংশ সেল-অন ক্লজও রেখেছে গ্রেমিও।
ডান প্রান্তে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করা আলিসন মূলত উইঙ্গার হলেও আক্রমণের কেন্দ্রে ঢুকে বাঁ পায়ের শটে আক্রমণ গড়তে পছন্দ করেন। পোর্তো আলেগ্রেভিত্তিক গ্রেমিওর একাডেমি থেকেই উঠে আসা এই তরুণ ২০২৪ সালের জুলাইয়ে পেশাদার ফুটবলে অভিষেক করেন। এরপর দ্রুতই নিয়মিত খেলোয়াড়ে পরিণত হন। গত মৌসুমে ব্রাজিলিয়ান লিগে ৩৪টি ম্যাচ খেলেছেন তিনি।
চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে আলিসনের নামের পাশে আছে ২টি গোল ও ৫টি অ্যাসিস্ট। ভিলায় যোগ দিয়ে তিনি অলিভি ওয়াটকিন্স, মর্গান রজার্স, জাডন সানচো, ডোনিয়েল মালেন ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার মতো আক্রমণভাগের খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতায় নামবেন।
তবে আলিসনকে সঙ্গে সঙ্গে উনাই এমেরির মূল দলে রাখা হবে কি না, নাকি ধারে অন্য ক্লাবে পাঠানো হবে অথবা যুব দলে অন্তর্ভুক্ত করা হবে—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি অ্যাস্টন ভিলা। এর আগে আর্সেনালের কাছে ৪-১ গোলের হারের পর জানুয়ারি উইন্ডোতে আরও খেলোয়াড় আনার ইঙ্গিত দিয়েছিলেন কোচ উনাই এমেরি। তিনি বলেছিলেন, প্রয়োজন হলে দলকে শক্তিশালী করতে নতুন খেলোয়াড় দলে ভেড়াতে প্রস্তুত রয়েছে ক্লাব।
এদিকে ভিলাকে ইতালির ক্লাব বোলোনিয়ার ফরোয়ার্ড সান্তিয়াগো কাস্ত্রোর সঙ্গেও জড়িয়ে খবর প্রকাশ করেছে ইউরোপীয় সংবাদমাধ্যম। সব মিলিয়ে জানুয়ারির দলবদলে অ্যাস্টন ভিলার আরও সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
