English

23 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
- Advertisement -

ভারত ম্যাচকে সামনে রেখে কাবরেরার বিশেষ পরিকল্পনা

- Advertisements -
বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের ম্যাচকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত। কোচ হাভিয়ের কাবরেরার ভাবনায় সবচেয়ে বড় জায়গা দখল করে আছে ভারতের ম্যাচটি। প্রস্তুতি, পরিকল্পনা এবং প্রত্যাশা, সবকিছুই সেই ম্যাচকে ঘিরে।
Advertisements

আজ বসুন্ধরা কিংস এরেনায় অনুশীলনের আগে কাবরেরা স্পষ্ট জানিয়ে দেন, পরিকল্পনা শুধু নেপাল ম্যাচের জন্য নয়, মূল লক্ষ্য ভারতের বিপক্ষে ম্যাচ। তিনি বলেন, ‘আমরা শুধু পরশুর ম্যাচ নয়, ভারতের খেলা মাথায় রেখেই কাজ করছি। কয়েক দফা টিম মিটিং হয়েছে, আজও অনুশীলনের আগে আলোচনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।’

দলের দুই প্রবাসী ফুটবলার হামজা ও সমিতকে নিয়েও নিজের ভাবনা জানিয়েছেন কাবরেরা। সমিত বৃহস্পতিবার দেশে ফিরছেন, এরপর তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন বলে জানান কোচ। তিনি বলেন, ‘আমরা চাই তারা দুজনই ভারতের ম্যাচে সেরা কন্ডিশনে থাকুক। নেপাল ম্যাচেও তাদের মাঠে নামার সম্ভাবনা আছে।’

কাবরেরা ইঙ্গিত দিয়েছেন নেপালের বিপক্ষে রোটেশনের। তিনি জানান, অন্তত ১৭ জন ফুটবলারকে গেম টাইম দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স এবং হামজা চৌধুরীর যোগ দেওয়ার পর জাতীয় দলকে ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছে, সেটাকে ইতিবাচকভাবে দেখছেন কাবরেরা। ভারত-বাংলাদেশ ম্যাচের টিকিট মাত্র তিন মিনিটেই বিক্রি হয়ে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। কাবরেরা বলেন, ‘এত মনোযোগ, এত মানুষ; এটাই প্রমাণ করে দল নিয়ে প্রত্যাশা আছে। এটা উপভোগ করছি, এটা আমাদের জন্য ভালো।’

শেষ কয়েকটি ম্যাচে দলের পারফরম্যান্স, দল নির্বাচন এবং কোচের কৌশল নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। এখনো কোচকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। সমালোচনা নিয়েও স্থির থাকতে চান স্প্যানিশ এই কোচ। তিনি বলেন, ‘চার বছরে সবকিছুই দেখেছি; প্রশংসা, সমালোচনা, দুটোই। কিন্তু সমালোচনা মেনে নেওয়াটাও কাজের অংশ।’

কাবরেরা বিশ্বাস করেন, সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই সবকিছু সহজ হয়ে যাবে। তিনি বলেন, ‘সবাইকে খুশি করা সম্ভব নয়। তবে ভারতের বিপক্ষে ঘরের মাঠে একটাই জিনিস দলকে এক করবে। সেটি হচ্ছে জয়।’

ক্যাম্পের মাঝপথে ডাক পেয়েছেন সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দল থেকে বসুন্ধরা কিংসে যোগ দেওয়া কিউবা মিচেল। তাকে নিয়ে সন্তুষ্ট কাবরেরা, তবে কোনো তাড়াহুড়া করতে চান না। তিনি বলেন, ‘সে এখনো পুরোপুরি সিস্টেমের সঙ্গে মানিয়ে নেয়নি। তবে উন্নতির ক্ষেত্রে খুবই মনোযোগী এবং ইতিবাচক।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lfga
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন