আজ বসুন্ধরা কিংস এরেনায় অনুশীলনের আগে কাবরেরা স্পষ্ট জানিয়ে দেন, পরিকল্পনা শুধু নেপাল ম্যাচের জন্য নয়, মূল লক্ষ্য ভারতের বিপক্ষে ম্যাচ। তিনি বলেন, ‘আমরা শুধু পরশুর ম্যাচ নয়, ভারতের খেলা মাথায় রেখেই কাজ করছি। কয়েক দফা টিম মিটিং হয়েছে, আজও অনুশীলনের আগে আলোচনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।’
কাবরেরা ইঙ্গিত দিয়েছেন নেপালের বিপক্ষে রোটেশনের। তিনি জানান, অন্তত ১৭ জন ফুটবলারকে গেম টাইম দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
শেষ কয়েকটি ম্যাচে দলের পারফরম্যান্স, দল নির্বাচন এবং কোচের কৌশল নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। এখনো কোচকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। সমালোচনা নিয়েও স্থির থাকতে চান স্প্যানিশ এই কোচ। তিনি বলেন, ‘চার বছরে সবকিছুই দেখেছি; প্রশংসা, সমালোচনা, দুটোই। কিন্তু সমালোচনা মেনে নেওয়াটাও কাজের অংশ।’
কাবরেরা বিশ্বাস করেন, সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই সবকিছু সহজ হয়ে যাবে। তিনি বলেন, ‘সবাইকে খুশি করা সম্ভব নয়। তবে ভারতের বিপক্ষে ঘরের মাঠে একটাই জিনিস দলকে এক করবে। সেটি হচ্ছে জয়।’
ক্যাম্পের মাঝপথে ডাক পেয়েছেন সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দল থেকে বসুন্ধরা কিংসে যোগ দেওয়া কিউবা মিচেল। তাকে নিয়ে সন্তুষ্ট কাবরেরা, তবে কোনো তাড়াহুড়া করতে চান না। তিনি বলেন, ‘সে এখনো পুরোপুরি সিস্টেমের সঙ্গে মানিয়ে নেয়নি। তবে উন্নতির ক্ষেত্রে খুবই মনোযোগী এবং ইতিবাচক।’
