English

23 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
- Advertisement -

রেফারিকে ঘুষি মারা তুর্কির সাবেক ক্লাব প্রধানের ৩ বছর ৭ মাস জেল

- Advertisements -

তুরস্কের লিগে বছর খানেক আগে একটি ম্যাচে মাঠের রেফারিকে শারীরিক আক্রমণ করার ঘটনায় এবার বড় শাস্তি পেয়েছেন ক্লাব আংকারাগুজুর সাবেক সভাপতি ফারুক কোচা। তুরস্কের একটি আদালত তাকে সাড়ে তিন বছরের বেশি সময়ের কারাদণ্ড দিয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি সুপার লিগে সায়কুর রিজেসপরের বিপক্ষে আংকারাগুজুর ১-১ ড্র ম্যাচের পর ঘটে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা। যেখানে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে সমতা ফেরায় রিজেসপর। শেষ বাঁশি বাজার পরই মাঠে ছুটে গিয়ে রেফারি হালিল উমুত মেলেরের মুখে ঘুষি মারেন কোচা। আংকারাগুজুর সভাপতির পাশাপাশি আরও অনেকের আঘাতে মাটিতে লুটিয়ে পড়া মেলেরকে লাথিও মারা হয়।

এই ঘটনার পর তুর্কি ফুটবল ফেডারেশন লিগের সকল ম্যাচ কয়েক সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছিল। পাশাপাশি বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি করেছিল।

সোমবার আংকারার আদালত ‘ইচ্ছাকৃতভাবে একজন অফিসিয়ালকে আহত করার’ জন্য কোচাকে দোষী সাব্যস্ত করে ৩ বছর ৭ মাসের কারাদণ্ড দিয়েছে। যেখানে রেফারিকে হুমকি এবং খেলাধুলায় সহিংসতা প্রতিরোধে করা আইন লঙ্ঘন করার জন্যও কোচাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তবে এর জন্য সাজা স্থগিত থাকবে।

এদিকে রেফারিকে আক্রমণ করার দায়ে আরও তিন জন বিচারাধীন ছিলেন, তাদের এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ওই ঘটনার পর ক্লাব সভাপতির পদ থেকে পদত্যাগ করা কোচা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে ধারণা করা হচ্ছে। গত বছর অল্প সময় জেলে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন