আর্জেন্টিনাকে হারালেই দর্শকদের সামনে নগ্ন হয়ে হাঁটতেন এই সুন্দরী।এই ঘোষণা রীতিমতো বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে। তবে ইভানাকে তেমনটা করতে হয়নি। কারণ বিশ্বকাপের সেই ম্যাচে ক্রোয়েশিয়া জিততে পারেনি আর্জেন্টিনার সঙ্গে।
তবে শুধু কাতার বিশ্বকাপের ঘোষণাই নয়।
নানা ঘটনার মধ্যেই আলোচনায় থাকেন ক্রোয়েশিয়ান সুন্দরী। ২০২২ সালের কাতার বিশ্বকাপ কাঁপানো ইভানাকে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপেও গ্যালারিতেও। এমনটাই ঘোষণা দিলেন সাবেক ক্রোয়েশিয়ান সুন্দরী। আজ মঙ্গলবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ইভানা নিজেই বিষয়টি জানিয়েছেন।
ফিফা সভাপতি জান্নি ইনফ্যান্তিনোর সঙ্গে একটি ছবি পোস্ট করে ইভানা লিখেছেন, ‘ইনফ্যান্তিনো : ইভানা, আবারও বিশ্বকাপ আলোকিত করতে প্রস্তুত? তুমি ফুটবল নিয়ে আসো, আমি আতশবাজি নিয়ে আসব।যুক্তরাষ্ট্র ২০২৬, চলো আবার ইতিহাস তৈরি করি।’
ইভানার ভক্তরা তার এই ঘোষণা ব্যাপক খুশি। সামাজিক মাধ্যমে সেই খুশি প্রকাশ করেছেন। ইভানার ঘোষণা সম্বলিত ছবির নিচে সবাই ইমোজি ও মন্তব্য লিখে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।