English

27 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
- Advertisement -

হাঁটুর চোট নিয়ে নেইমারের হ্যাটট্রিক

- Advertisements -

নাসিম রুমি: হাঁটুর চোটের পর যেন আরও ক্ষুরধার হয়ে উঠেছেন নেইমার! চোট নিয়ে আগের ম্যাচে গোল করার পর এবার তিনি পেলেন প্রায় ভুলে যাওয়া এক স্বাদ। সান্তোসের হয়ে উপহার দিলেন দারুণ এক হ্যাটট্রিক।

গতকাল ব্রাজিলিয়ান সেরি আতে নেইমারের তিন গোলে জুভেন্তুজেকে ৩-০ গোলে হারায় সান্তোস।

এই ম্যাচের আগে সবশেষ হ্যাটট্রিক করেছিলেন তিনি ২০২২ সালের এপ্রিলে পিএসজির হয়ে ফরাসি লিগে।

সান্তোসের জন্য জয়টি ছিল দারুণ গুরুত্বপূর্ণ। তিন পয়েন্ট নিয়ে রেলিগেশনের শঙ্কা থেকে এখন অনেকটাই মুক্ত ঐতিহ্যবাহী ক্লাবটি। লিগে ম্যাচ বাকি আছে আর একটি।

বরাবরের মতো এই মৌসুমেও বারবার চোটের কারণে থমকে যাওয়া নেইমার সবশেষ পেয়েছেন হাঁটুর চোট। ইএসপিএন ব্রাজিলের খবর, বাঁ হাঁটুর এই চোট থেকে সেরে উঠতে মৌসুম শেষে আর্থ্রোস্কোপিক সার্জারি করাতে পারেন ৩৩ বছর বয়সী তারকা। আপাতত ব্যথানাশক নিয়ে কনজারভেটিভ চিকিৎসা নিয়ে তিনি খেলা চালিয়ে যাচ্ছেন।

এই অবস্থা নিয়েই আগের ম্যাচে করেছিলেন একটি গোল। এবার করলেন তিনটি।

জুভেন্তুজের মাঠে প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ১৭ মিনিটের মধ্যে গোল তিনটি করেন নেইমার। ৫৬তম মিনিটে দ্রুতগতির একটি পাল্টা আক্রমণ থেকে প্রথম গোলটি করেন তিনি। দ্বিতীয় গোলটি করেন মিনিট দশেক পর। হ্যাটট্রিক পূরণ করেন তিনি ৭৩তম মিনিটে পেনাল্টি থেকে।

এই জয়ের পর অবনমন অঞ্চলে থাকা ভিতোরিয়ার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে গেছে সান্তোস। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ক্রুজেইরো। পয়েন্ট তালিকায় যারা আছে তিন নম্বরে। ওই ম্যাচ জিতলে সান্তোস নিশ্চিতভাবেই এড়াতে পারবে অবনমন। এমনি ড্র করলে বা হারলেও তারা শীর্ষ লিগে টিকে যেতে পারে অন্য ম্যাচগুলির ফল পক্ষে এলে।

নেইমারের এই পারফরম্যান্সে নিশ্চিতভাবেই চোখ রাখছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। যদিও এই হাঁটুর চোট নিয়ে বড় শঙ্কার জায়গা থাকছেই। আনচেলত্তি বারবারই বলেছেন, নেইমারকে তিনি বিশ্বকাপ দলে পেতে চান, তবে তাকে শতভাগ ফিট থাকতে হবে। পুরো ফিট না থাকলে কোনো ফুটবলারকেই তিনি নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/61mm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন