বিশ্ব রেকর্ড ভাঙা তার কাছে যেন আর নতুন কিছু নয়। সুইডেনের পোল ভোল্ট তারকা আর্মান্ড ডুপ্লান্টিস আবারও প্রমাণ করলেন, তিনিই এই ইভেন্টে সর্বশ্রেষ্ঠ। হাঙ্গেরিয়ান গ্রাঁ প্রি-তে অসাধারণ এক লাফে ৬.২৯ মিটার অতিক্রম করে গড়লেন নিজের ১৩তম বিশ্বরেকর্ড।
আগের রেকর্ড থেকে এটি ১ সেন্টিমিটার বেশি। মাত্র দুই মাস আগেই, জুনে গড়েছিলেন ১২তম রেকর্ড।
হাঙ্গেরির বুদাপেস্টে যে স্টেডিয়ামে মঙ্গলবার এই রেকর্ড গড়লেন, সেখানেই দু’বছর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো স্বর্ণের পদক জিতেছিলেন ডুপ্লান্টিস।
এদিন তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় গ্রিসের এমানুয়িল কারাইলিসের। দুজনেই প্রথম চেষ্টায় ৬.০২ মিটার পেরিয়ে যান। তবে কারাইলিস ৬.১১ মিটার লাফাতে পারেননি দুইবারের চেষ্টাতেই—ফলে বিদায় নেন তিনি। ডুপ্লান্টিসও শুরুতে ছন্দে ছিলেন না, কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় পার করে যান ৬.১১ মিটার।
সেই মুহূর্ত থেকেই শুরু হয় আসল নাটক। বিশ্বরেকর্ড ভাঙার লক্ষ্যে ‘বার’-এর উচ্চতা বাড়িয়ে দেন ৬.২৯ মিটারে। দ্বিতীয় চেষ্টায় সফল হন ডুপ্লান্টিস। বার ছুঁয়ে গেলেও তা পড়ে যায়নি—আর তাতেই লেখা হয় নতুন ইতিহাস।
স্টেডিয়ামজুড়ে দর্শকদের গর্জন ওঠে, সবার মুখে এক নাম—ডুপ্লান্টিস। রেকর্ড নিশ্চিত হওয়ার পর ছুটে যান বান্ধবী ডিজায়ার ইংলান্ডার ও পরিবারের সদস্যদের কাছে, ভাগ করে নেন আনন্দের মুহূর্ত।
২০২০ সালে পোল্যান্ডে প্রথম বিশ্বরেকর্ড গড়েছিলেন ডুপ্লান্টিস। এরপর থেকে নিয়মিত নিজের সীমানা ছাড়িয়ে যাচ্ছেন এই সুইডিশ অ্যাথলেট।
এবার তার পরবর্তী লক্ষ্য সাইলেসিয়া ডায়মন্ড লিগ, যেখানে গতবারও রেকর্ড গড়েছিলেন তিনি।