English

27 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
- Advertisement -

২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

- Advertisements -

আগামী ১৫ জানুয়ারি শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে এখন পাকিস্তান খেলছে যুব এশিয়া কাপে। সেখানে আজ বাংলাদেশের মুখোমুখি হবে দলটা। ঠিক তখনই পাকিস্তান সবার আগে দল ঘোষণা করে দিয়েছে যুব বিশ্বকাপের।

এই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়েতে আফগানিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। বিশ্বকাপের দল নিয়ে সেই সিরিজ খেলবে তারা।

ত্রিদেশীয় সিরিজ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন ফারহান ইউসুফ। সিরিজটি চলবে ২৫ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজ খেলবে পাকিস্তান। দুই টুর্নামেন্টই হবে ওয়ানডে ফরম্যাটে।

এশিয়া কাপে খেলা বর্তমান দল থেকে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। বাঁহাতি স্পিনার মোহাম্মদ হুজাইফার জায়গায় দলে নেওয়া হয়েছে ডানহাতি পেসার উমর জায়েবকে।

১৫ জনের স্কোয়াড: ফারহান ইউসুফ (অধিনায়ক), উসমান খান (সহঅধিনায়ক), আব্দুল সুবহান, আহমেদ হুসেইন, আলী হাসান বালোচ, আলী রাজা, দানিয়াল আলী খান, হামজা জাহুর (উইকেটকিপার), হুজাইফা আহসান, মমিন কামার, মোহাম্মদ সাইয়াম, মোহাম্মদ শায়ান (উইকেটকিপার), নিকাব শফিক, সামির মিনহাস ও উমর জাইব।

নন ট্রাভেলিং রিজার্ভ: আব্দুল কাদির, ফারহানউল্লাহ, হাসান খান, ইবতিসাম আজহার ও মোহাম্মদ হুজাইফা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/eee0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন