English

30 C
Dhaka
শনিবার, নভেম্বর ৮, ২০২৫
- Advertisement -

২০২৬ বিশ্বকাপের পরও খেলবেন মেসি!

- Advertisements -

জাতীয় দলের জার্সিতে ২০২৬ বিশ্বকাপ খেলার সম্ভাবনা বেশি আর্জেন্টিনার লিওনেল মেসির। তবে এরপর দেশের জার্সিতে বিশ্বকাপজয়ী ফুটবলারকে দেখা যাওয়ার সম্ভাবনা অনেক কম। তবে মেসি ভক্তদের জন্য সুখবর, ক্লাবের জার্সিতে ২০২৬ বিশ্বকাপের পরেও খেলবেন আর্জেন্টিনার এই মহাতারকা।

বর্তমানে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। নতুন করে ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করতে চলছেন তিনি। ইতোমধ্যে দুই পক্ষের সমঝোতাও হয়েছে। আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হলে ২০২৬ বিশ্বকাপের পরেও মেজর লিগ সকারেই (এমএলএস) দেখা যাবে মেসিকে।

মায়ামির সঙ্গে চলতি বছরই চুক্তি শেষ হবে মেসির। নতুন চুক্তি হলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের সময় ও পরও ইন্টার মায়ামিত খেলবেন মেসি। ক্লাব সূত্রে জানা গেছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই মেসির নতুন চুক্তি নবায়নের খবরটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে।

২০২৩ সালে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এর আগে বার্সেলোনার হয়ে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগ জেতেন তিনি। ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা পালন করেন মেসি।

চলতি বছর এমএলএস ইতিহাসে সবচেয়ে দ্রুত ৪০ গোল করা খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন মেসি। নতুন চুক্তি কার্যকর হলে মেসি ৩৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রেই তার গৌরবময় ক্লাব ক্যারিয়ার শেষ করতে পারেন, আর এমএলএস হবে ফুটবলের অন্যতম সেরা যাত্রার শেষ অধ্যায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ga1q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন