English

32 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
- Advertisement -

অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ আর্জেন্টিনা-মরক্কো ফাইনাল কবে কোথায়

- Advertisements -

সেমিফাইনাল মঞ্চে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর প্রথমবারের মতো অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ ফাইনালে উঠেছে মরক্কো। তারা ফ্রান্সকে ৫-৪ পেনাল্টিতে হারিয়েছে। অন্যদিকে, কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ২০০৭ সালের পর প্রথমবারের মতো ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা।

মরক্কো ও আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার ভোর ৫টায় সান্তিয়াগোতে।

ম্যাচের ৩২ মিনিটে ফ্রান্সের আত্মঘাতী গোলে মরক্কো এগিয়ে যায়। ৫৯ মিনিটে লুকাস মিচেল সমতা ফেরান। নিয়মিত সময়ে ১-১ হওয়ায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ের শেষের দিকে মরক্কোর কোচ পেনাল্টি শুটআউটের জন্য তৃতীয় গোলরক্ষক এল মেসবাহীকে নামান।
এবং সেই সিদ্ধান্ত কার্যকর হয়—সে সাডেন ডেথে ফ্রান্সের দজিলিয়ান এনগেসাঁর পেনাল্টি ঠেকান। 

মরক্কোর মূল গোলরক্ষক ইয়ানিস বেনচাউচ নিয়মিত সময়ে আহত হওয়ায় ৬৪ মিনিটে ইব্রাহিম গোমিসকে নামানো হয়। অতিরিক্ত সময়ে গোমিসের স্থলে মাঠে নামেন এল মেসবাহী।

কলম্বিয়ার বিপক্ষে ১-০ জয় তুলে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

ম্যাচের ৭২ মিনিটে ইন্টার মিয়ামির তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি, বদলি হিসেবে নামার পর জিয়ানলুকা প্রেস্তিয়ানির বুদ্ধিদীপ্ত পাস থেকে গোল করেন। এই জয় আর্জেন্টিনার তরুণ আলবিসেলেস্তেরার জন্য ২০০৭ সালের পর প্রথমবারের ফাইনাল।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/uliw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন