নাসিম রুমি: তিন ম্যাচ মাঠের বাইরে থেকে ফিরে ৪ গোল করলেন সাগরিকা। এমন ম্যাচে ফিরলেন আর গোল করলেন যেখানে তাকে বড্ড প্রয়োজন ছিল।
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিতের ম্যাচে সোমবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেপাল। বসুন্ধরা কিংস এরিনায় সাগরিকার একক ঝলকে বাংলাদেশ ৪-০ গোলে উড়িয়ে দেয় নেপালকে।
টানা ৬ ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ধরে রাখল সাফের শিরোপা। এ নিয়ে বয়সভিত্তিক সাফের পাঁচটিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ। ৪ গোল করে ম্যাচ সেরা হয়েছেন সাগরিকা। টুর্নামেন্টে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতা পূর্ণিমা রায়।
প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে লাল কার্ড পেয়ে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন সাগরিকা। তাতে দলে খুব একটা প্রভাব পড়েনি। বাংলাদেশ পরের ম্যাচগুলো জিতেছে অনায়েসে।
গতকাল নেপালের বিপক্ষে ড্র করলেই বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়ে যেত। তবে জয়ের জেদ, শিরোপা উদযাপনের প্রস্তুতি যে বাংলাদেশ নিয়ে রেখেছিল তা মাঠের ফুটবলেই বোঝা যাচ্ছিল।
তবে খেলা শুরুর আগে বিষন্ন ছিল প্রতিটি স্পন্দন। শোকাবহ পরিবেশ ছিল মাঠ জুড়ে। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে দুই দলের খেলোয়াড়, অফিসিয়াল ও স্টেডিয়ামে আগত সকলে এক মিনিটের নীরবতা পালন করেন।
স্বাগতিক মেয়েরা সেই শোককে শক্তিতে পরিণত করেন। দাপুটে ফুটবল খেলে নিশ্চিত করে সাফের শিরোপা। প্রথমার্ধে ১ গোলের পর দ্বিতীয়ার্ধে ফিরে আরো ৩ গোল করেন সাগরিকা। ম্যাচের ৮, ৫১, ৫৮ ও ৭৭ মিনিটে ৪টি করে গোল করেন তিনি।
আসরে এটি সাগরিকার দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথমটি করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচে বাংলাদেশ ম্যাচ জিতেছিল ৯-১ গোলে।
২০২২ সালের পর এবারের সাফেও ছিল না কোনো ফাইনাল। ডাবল লিগ পদ্ধতিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। আজকের জয়ে বাংলাদেশের পয়েন্ট ১৮। নেপালের পয়েন্ট ১২। আগের পাঁচ আসরের চারটিতেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ঘরের মাঠে সংখ্যাটা বাড়াল লাল সবুজের প্রতিনিধিরা।