English

27 C
Dhaka
শনিবার, নভেম্বর ১, ২০২৫
- Advertisement -

অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

- Advertisements -

ওয়ানডে বিশ্বকাপ সেমি ফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয়ার দিনে অস্ট্রেলিয়ার অধিনায়ক আলিসা হিলি অজি ভক্তদের জন্য দুঃসংবাদ দিলেন। হিলি জানিয়েছেন, এটি তার শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে এবং পরবর্তী বিশ্বকাপের আগেই তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন।

হিলি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০১৩ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি এবং সর্বশেষ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন। এবারের আসরেও তার সেঞ্চুরির মতো দুর্দান্ত পারফরম্যান্স ছিল, তবে বয়স ও ফিটনেসের কারণে ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সেমি হারে দায় নিজের কাঁধে নিয়েছেন হিলি। তিনি বলেন, ফিরে তাকালে মনে হবে, দায় আমাদের নিজেদেরই। আমরা ব্যাটিং, বোলিং এবং মাঠে সুযোগ কাজে লাগাতে পারিনি। তবে শেষ পর্যন্ত আমরা ম্যাচ ধরে রাখার চেষ্টা করেছি। এখান থেকে কিছু ইতিবাচক শিক্ষা নেওয়া যাবে।

হিলি আরও বলেন, এটি তরুণদের জন্য সুযোগ এনে দেবে, যা অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য রোমাঞ্চকর। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের জন্য বিশেষ হবে, আর ওয়ানডেতে নতুন প্রজন্মের উদ্ভাবন দেখা যাবে।

হিলির নেতৃত্বে অস্ট্রেলিয়া ১২টি ওয়ানডে বিশ্বকাপ আসরের মধ্যে সর্বোচ্চ ৭বার ট্রফি জিতেছে। এবার ফাইনালে না পারলেও তার অবদান অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/53k8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন