English

23 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
- Advertisement -

অ্যাঙ্গোলার বিপক্ষে শুরু থেকেই খেলবেন মেসি

- Advertisements -

আফ্রিকার মাটিতে বছরের শেষ ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। শুক্রবার লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রোতে বাংলাদেশ সময় রাত ১০টায় অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচটি আঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছে।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, শুরু থেকে খেলবেন অধিনায়ক লিওনেল মেসি।

স্কালোনি বলেছেন, ‘মেসি খেলবেন। কত মিনিট খেলবেন তা আমরা দেখব, তবে তিনি শুরু থেকে খেলবেন। আমাদের প্রতিপক্ষ এঙ্গোলার দ্রুত উইঙ্গার ও উচ্চ কেন্দ্র-ব্যাক রয়েছে, তাই এটি সহজ ম্যাচ হবে না।’

অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোকে উড়িয়ে আর্জেন্টিনা দুর্দান্ত ছন্দে আছে। তবে এই ম্যাচে নেই কয়েকজন মূল খেলোয়াড়।

এমিলিয়ানো মার্তিনেজ বিশ্রামে, এনজো ফার্নান্দেজ হাঁটুর চোটে অনুপস্থিত, আর হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মলিনা ও জিলিয়ানো সিমিওনে হলুদজ্বরের টিকা না নেওয়ায় দলে নেই। তাদের স্থলে ডাক পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, ম্যাক্সিমো পেরোনে এবং ফিরেছেন ভ্যালেন্টিন বারকো।

এই ম্যাচেই প্রথমবার দেখা যাবে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের নতুন জার্সি।

অ্যাঙ্গোলায় যাওয়ার আগে পুরো সপ্তাহ স্পেনের এলচেতে অনুশীলন করেছে দল। অ্যাঙ্গোলা ২০২৬ বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেছে। তাই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এই ম্যাচটি তাদের জন্য মর্যাদার লড়াই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7err
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন