আসন্ন বাংলাদেশ সিরিজে পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে পেসার আব্বাস আফ্রিদির বাদ পড়াকে ‘অন্যায়’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল। তার মতে, আব্বাস আফ্রিদির সাম্প্রতিক ফর্ম এবং রেকর্ড তাকে দলে রাখার পক্ষেই কথা বলে।
কামরান আকমল আব্বাস আফ্রিদির বাদ পড়াকে ‘ইনজাস্টিস’ আখ্যা দিয়ে বলেন, এই মুহূর্তে আব্বাস তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তিনি করাচি কিংসের হয়ে ১০ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে রয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ২০ ম্যাচে তার ৩৩ উইকেট রয়েছে, যা বেশ ভালো রেকর্ড। এরপরও বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তাকে সুযোগ না দেওয়ায় প্রশ্ন তুলেছেন কামরান। তিনি মনে করেন, আব্বাস আফ্রিদি, খুররাম শেহজাদ বা সুফিয়ান মুকিমকে সুযোগ দিতে চাইলে হারিস রউফ বা নাসিম শাহর মতো খেলোয়াড়দের বাদ দেওয়া যেত।
পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত দলের কঠোর সমালোচনা করেছেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান—প্রথম ম্যাচ বুধবার, এরপর ৩০ মে ও ১ জুন বাকি দুটি টি-টোয়েন্টি। এই সিরিজের জন্য দুদিন আগে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
কামরান আকমল দলের ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, স্কোয়াডে নয়জন ব্যাটার, যাদের পাঁচজন ওপেনার। নতুন খেলোয়াড়দের নিয়ে এখানে নির্দিষ্ট কোনো পরিকল্পনা বা লক্ষ্য নেই। তিনি আরও যোগ করেন, আসল প্রশ্ন হচ্ছে—নিউজিল্যান্ডের বিপক্ষে নাকি আসন্ন বাংলাদেশের বিপক্ষে সিরিজে পূর্ণ শক্তির দল মাঠে নামা উচিত ছিল? মনে হচ্ছে কোনো স্পষ্ট দিকনির্দেশনা নেই।