English

26.7 C
Dhaka
বুধবার, জুলাই ২, ২০২৫
- Advertisement -

‘আমিই সেরা’- জন্মদিনের আগে জোড়া গোল করে রোনালদো

- Advertisements -

নাসিম রুমি: আগামী ৫ ফেব্রুয়ারি ৪০ বছরে পা রাখবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার আগে ৩৯তম বছরের শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন জোড়া গোল দিয়ে। সোমবার এএফসি চ্যাম্পিয়নস লিগে আল ওয়াসালের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আল নাসরকে ৪-০ গোলে জয় এনে দেন পর্তুগিজ তারকা।

ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন রোনালদো। এরপর ৭৮ মিনিটে দ্বিতীয়বার প্রতিপক্ষের জাল কাঁপান তিনি। গোলের পর অভিনব ভঙ্গিতে হাত উপরে তুলে বিশেষ উদযাপনও করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। রোনালদোর ক্যারিয়ারে এখন পর্যন্ত গোলসংখ্যা ৯২৩টি। বয়স ৩০ পার হওয়ার আগে তার গোল সংখ্যা ছিল ৪৬৩টি, আর ৩০ বছরের পর থেকে এখন পর্যন্ত করেছেন ৪৬০ গোল। বয়স বাড়লেও গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।

সম্প্রতি স্প্যানিশ সাংবাদিক এদু আদুইরিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকেই ‘সবচেয়ে পরিপূর্ণ’ ফুটবলার দাবি করেন রোনালদো। তার ভাষায়, ‘আমি মনে করি, এখন পর্যন্ত বেঁচে থাকা সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড় আমি। আমার ভালো হেড করার দক্ষতা আছে, ফ্রি-কিক নিই দারুণভাবে, দুই পায়েই সমানভাবে শট নিতে পারি। কেউ যদি বলে ক্রিশ্চিয়ানো সম্পূর্ণ নয়, সেটা হবে মিথ্যা। আমিই সেরা।’

পেলে, ম্যারাডোনা ও মেসির প্রসঙ্গ টেনে রোনালদো আরও বলেন, ‘মানুষের পছন্দ ভিন্ন হতে পারে। কেউ পেলে, ম্যারাডোনা কিংবা মেসিকে এগিয়ে রাখবেন, সেটা আমি সম্মান করি। তবে পরিসংখ্যানই আমার হয়ে কথা বলে। ইতিহাসে আর কোনো ফুটবলার আছে কি, যে হেড, বাঁ পা, পেনাল্টি কিংবা ফ্রি-কিক মিলিয়ে সবচেয়ে বেশি গোল করেছে? আমি শীর্ষ ১০ ফুটবলারের মধ্যে আছি, যারা বাঁ পা ও হেড—দুই জায়গাতেই সবচেয়ে বেশি গোল করেছে।’

এ ছাড়া, ক্যারিয়ারের শুরুর দিকে বার্সেলোনার কাছ থেকে প্রস্তাব পাওয়ার কথাও জানিয়েছেন রোনালদো। তবে শেষ পর্যন্ত স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডেই যোগ দেন তিনি।

বিশ্বকাপ খেলার ভবিষ্যৎ প্রসঙ্গে রোনালদো বলেন, ‘বিশ্বকাপ এখনও দেড় বছর বাকি। আমি খেলতে পারলে ভালো, না পারলেও এটা নিয়ে বড় কোনো আফসোস থাকবে না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6x5l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন