English

17 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬
- Advertisement -

আর্জেন্টিনার খেলোয়াড়কে কেনার বকেয়া শোধ না করায় ব্রাজিলের ক্লাবের শাস্তি

- Advertisements -

আর্জেন্টাইন মিডফিল্ডার থিয়াগো আলমাদার জন্য মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব আটলান্টা ইউনাইটেডের কাছে বকেয়া অর্থ পরিশোধ না করায় ব্রাজিলিয়ান ক্লাব বোতাফাগোকে তিনটি দলবদল উইন্ডোতে নতুন খেলোয়াড় ক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছে।

গত জুলাইয়ে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) বোতাফাগোকে আলমাদার ট্রান্সফার ফি হিসেবে ২১ মিলিয়ন ডলার (প্রায় ২৫৭ কোটি টাকা) তাৎক্ষণিকভাবে পরিশোধের নির্দেশ দিয়েছিল। তবে নির্ধারিত সময়সূচি মেনে অর্থ পরিশোধ না করায় ফিফা ক্লাবটিকে পরবর্তী ১৮ মাসের জন্য নতুন খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সংবাদটি প্রকাশিত হওয়ার পর বোতাফাগো এক বিবৃতিতে জানিয়েছে, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমরা আলমাদার সংক্রান্ত বিষয়ে আটলান্টা ইউনাইটেডের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছি এবং সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছি।’

ব্রাজিলিয়ান ক্লাবটি ২০২৪ সালের কোপা লিবের্তাদোরেস জয়ী এবং সম্প্রতি ডেভিড আনচেলত্তিকে বরখাস্ত করে মার্তিন আনসেলমিককে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। তারা জানায়, ২০২৬ সালের জানুয়ারিতে কোপা লিবের্তাদোরেসের প্রাথমিক পর্ব শুরুর আগে দলে নতুন খেলোয়াড় যোগ করতে খুবই সক্রিয় থাকবে।

আলমাদা ২০২৪ সালের জুলাইয়ে আটলান্টা ইউনাইটেড থেকে বোতাফাগোতে যোগ দিয়েছিলেন। চুক্তি অনুযায়ী, ট্রান্সফার ফি চার বছরের মধ্যে ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধ করার কথা ছিল। তবে প্রথম কিস্তির অর্থ ২০২৬ সালের জুন পর্যন্ত পরিশোধ না হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এরপর বোতাফাগো আলমাদাকে ২০২৫ সালের জানুয়ারিতে একই মালিকানা গোষ্ঠীর ক্লাব অলিম্পিক লিওঁতে ধার দেন এবং মৌসুমের মাঝপথে তাকে স্পেনের অ্যাতলেটিকো মাদ্রিদে বিক্রি করা হয়। চলতি মৌসুমে আর্জেন্টাইন এই মিডফিল্ডার লা লিগায় ১১ ম্যাচে ২ গোল ও ১ অ্যাসিস্ট করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f3b8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন