একই দিনে পুনরায় শুরু হচ্ছে বিশ্বের দুই বৃহত্তম ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইপিএল ও পিএসএল। এর আগে ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সংঘাতের কারণে আইপিএল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিসিসিআই ঘোষণা করেছে যে টুর্নামেন্টটি ১৭ মে থেকে পুনরায় শুরু হবে এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ জুন।
আইপিএলের বাকি ১৭টি ম্যাচ ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো, বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বাই ও আহমেদাবাদ। প্লে-অফের সূচি অনুযায়ী, কোয়ালিফায়ার ১ হবে ২৯ মে, এলিমিনেটর ৩০ মে, কোয়ালিফায়ার ২ জুন ১ এবং ফাইনাল ৩ জুন।
এদিকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর দশম আসরটি মূলত ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত নির্ধারিত ছিল। তবে সংঘাতের কারণে এটি ৯ মে স্থগিত করা হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে যে পিএসএল ১৭ মে থেকে পুনরায় শুরু হবে এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মে।
যদিও পিএসএল পূর্ণাঙ্গ ফিক্সচার ও ভেন্যুর তালিকা এখনও প্রকাশিত হয়নি। তবে টুর্নামেন্টটি পাকিস্তানের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।