English

26.2 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

এনসিএলে খুলনা ও চট্রগ্রামের জয়

- Advertisements -

জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো:এনসিএলের দ্বিতীয় দিনের প্রথম দুটি ম্যাচে খুলনা ও চট্রগ্রাম জয়লাভ করেছে।সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত মাচে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল খুলনা, বরিশাল হারল দুই ম্যাচেই।বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে খুলনা ১৩০ করে ৯ উইকেট হারিয়ে।

৩৫ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন নুরুল। বরিশালের পেসার কামরুল ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ৪ উইকেট। ৯ উইকেটে ১২৯ রান তুলে ১ রানে হারা বরিশাল ৬ রানে হারিয়েছিল ৫ উইকেট। এরপর ওপেনার আবদুল মজিদ (৫৩ বলে ৫১) মঈন খানকে (২৭ বলে অপরাজিত ৪৩) নিয়ে ষষ্ঠ উইকেটে ৪৭ রান যোগ তরেন। ১৯তম ওভারে মজিদ ফেরার পর শেষ ওভারে রানআউটের ওই মচ্ছব।

একই সময় আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর ম্যাচে সিলেটকে ১২ রানে হারিয়েছে চট্টগ্রাম। কুয়াশার কারণে দেরিতে শুরু হয়ে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে তামিম ইকবালের ৩৩ বলে খেলা ৬৫ রানের ইনিংস চট্টগ্রামকে ১৪৫ রান এনে দেয়। তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আরেক ওপেনার মাহমুদুল হাসানের। সিলেটের পেসার খালেদ আহমেদ ৩ ওভারে ১৯ রান দিয়ে নেন ৪ উইকেট। রান তাড়ায় ১৪.২ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারা সিলেট চট্টগ্রামকে প্রথম জয় উপহার দিয়েছে। সিলেটের পক্ষে ৩৬ বলেই ৬ ছক্কায় ৭৬ রান করেছেন তৌফিক খান।আগের ম্যাচে ৫২ বলে সেঞ্চুরি করা জিশান আলম আজ ফিরেছেন প্রথম বলেই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/15lp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন