English

27.5 C
Dhaka
বুধবার, আগস্ট ৬, ২০২৫
- Advertisement -

এবার আর্জেন্টাইন মডেলের সঙ্গে ইয়ামালের প্রেমের গুঞ্জন

- Advertisements -

আবারও প্রেম সংক্রান্ত আলোচনায় জড়িয়ে পড়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। গুঞ্জন উঠেছে, সম্প্রতি এক নাইটক্লাবে আর্জেন্টাইন মডেল ও গায়িকাকে চুমু খেতে দেখা গেছে তাকে।

মাত্র কয়েক সপ্তাহ আগেই ইতালিতে ফাতি ভাসকেজ নামের এক মডেলের সঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছিল ১৮ বছর বয়সী ইয়ামালকে। এবার শোনা যাচ্ছে, তিনি নতুন এক মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

এই গুঞ্জন ছড়ায় যখন ইয়ামাল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে তার গালে একটি লাল ঠোঁটের ছাপ দেখা যায়। পরে ২৪ বছর বয়সী আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোল, তার এক বন্ধুর গালে একই ধরনের লিপস্টিকের ছাপ সহ একটি ছবি পোস্ট করেন।

স্প্যানিশ গসিপ বিশেষজ্ঞ হাভি হোয়োস আরও বিস্তারিত তথ্য প্রকাশ করেন। তিনি দাবি করেন যে, ইয়ামাল ও নিকোল বিতর্কিত জন্মদিন পার্টির কয়েক দিন পর চুমু খেয়েছেন।

এক ভিডিওতে হোয়োস বলেন, `নিকি, ইয়ামাল—তোমরা যদি সত্যিই একসঙ্গে থাকো, তাহলে তোমাদের পরবর্তী ভিডিওতে আমাদের একটা ইঙ্গিত দাও।‘

অবাক করা বিষয় হলো, কিছুক্ষণ পরই নিকি নিকোল ‘দ্য বয় ইজ মাইন’ গানে একটি ভিডিও টিকটকে পোস্ট করেন এবং ভিডিওর শেষে ক্যামেরার দিকে উইঙ্ক করেন। অনেকেই এটিকে হোয়োসের প্রশ্নের উত্তর হিসেবে দেখছেন।

তবে কাহিনিতে আরও নাটকীয়তা যোগ হয় যখন কিউবান গায়িকা ও সোশ্যাল মিডিয়া তারকা মালু ত্রেভেখো, যিনি ইনস্টাগ্রামে ১ কোটির বেশি অনুসারী রয়েছে, হোয়োসের পোস্টের নিচে একটি মন্তব্য করেন। তিনি লেখেন, `এখন বুঝতে পারছি কেন সে হঠাৎ করে আমাকে আনফলো করল… এখন সে মরুক হা হা।‘

এদিকে বার্সেলোনা ক্লাবের কর্মকর্তারা ইয়ামালের চলমান বিতর্কে বেশ চিন্তিত, এমনটাই জানিয়েছে একাধিক রিপোর্ট। এক গ্রীষ্মেই তার নাম জড়িয়েছে একাধিক বিতর্কে।

স্প্যানিশ সরকার পর্যন্ত হস্তক্ষেপ করে ইয়ামালের ১৮তম জন্মদিনের পার্টি নিয়ে তদন্ত দাবি করেছে। অভিযোগ উঠেছে, পার্টিতে ‘বামনদের দিয়ে বিনোদন করানো হয়েছে’, এবং নির্দিষ্ট বুক মাপের নারীদের উপস্থিতির জন্য অর্থ প্রদান করা হয়েছে।

ছবিতে দেখা যায়, জন্মদিন অনুষ্ঠানে অ্যাকন্ড্রোপ্লাজিয়া-এ আক্রান্ত পাঁচজন মানুষ এসেছেন এবং মনে হচ্ছে, পার্টির অংশ হিসেবে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল।

ব্যয়বহুল সেই ‘মাফিয়া-থিমড’ পার্টিটি হয়েছিল একটি ব্যক্তিগত এস্টেটে, যেখানে প্রায় ২০০ জন অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রবার্ট লেভান্ডভস্কি ও গাভি সহ বার্সেলোনার আরও কয়েকজন খেলোয়াড়ও উপস্থিত ছিলেন।

সব মিলিয়ে, মাঠের বাইরের কর্মকাণ্ডে ইয়ামালের নাম যেভাবে উঠে আসছে, তা ক্লাবের ভাবমূর্তি ও তরুণ তারকার ক্যারিয়ারের জন্য বেশ উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/if9u
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন