স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে সব রেকর্ড গড়ে চলতি মৌসুমেই ইতালিয়ান ক্লাব এসি মিলানে পাড়ি জমিয়েছেন লুকা মদ্রিচ। প্রথম তিন ম্যাচে গোল না পাওয়া মদ্রিচের অপক্ষো ফুরিয়েছে গতকাল রবিবার রাতে। চতুর্থ ম্যাচে এসে ক্লাবটির জার্সিতে গোল আদায় করেছেন এই ক্রোয়েশিয়ান।
মদ্রিচের গোলই ম্যাচে গড়ে দিয়েছে ব্যবধান। সেরি আর ম্যাচে বোলোনিয়াকে ১-০ গোলে হারায় মিলান। এর মাধ্যমে লিগে টানা দ্বিতীয় জয় পেল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। যদিও ম্যাচে এদিন বল পজেশনে পিছিয়ে ছিল মিলাম। তবে গোলের জন্য নেওয়া ১৪শটের তিনটিই লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে, বোলোনিয়ার পাঁচ শটের একটিও লক্ষ্যে ছিল না।
ম্যাচে মদ্রিচের একমাত্র গোলটি আসে ৬১ মিনিটে। ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন আলেক্সিস সালেমাকেরস। সামনে প্রতিপক্ষের ডিফেন্ডার থাকায় তিনি পাস দেন বক্সের মাঝামাঝি। ছুটে গিয়ে প্রথম স্পর্শে ডান পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ৪০ বছর বয়সী মদ্রিচ।