English

26.5 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
- Advertisement -

ওজন কমাতে গিয়ে প্রাণ হারান আফগান আম্পায়ার

- Advertisements -

দুদিন আগে মাত্র ৪১ বছর বয়সে প্রাণ হারান আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার বিসমিল্লা জান শিনওয়ারি। জানা যায় তিনি ওজন কমাতে গিয়ে বিপদ ডেকে আনেন।  অস্ত্রোপচারের পর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে-শেষ পর্যন্ত সেই জটিলতা থেকেই তার মৃত্যু হয়।

শিনওয়ারির ওজন বেড়ে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শে তিনি এক ধরণের বারিয়াট্রিক অস্ত্রোপচারের জন্য পাকিস্তানে যান। কিন্তু অপারেশনের পরপরই সংক্রমণ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে তার শরীরে। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা আর তাকে বাঁচাতে পারেননি।

শিনওয়ারি ২০১৭ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি মোট ২৫টি ওয়ানডে ও ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আম্পায়ার প্যানেলের একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড শোকবার্তায় বলে, ‘শিনওয়ারি আফগান ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ আম্পায়ার ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য বড় ক্ষতি। আফগান ক্রিকেটে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

শিনওয়ারির অকালমৃত্যুতে শোক প্রকাশ করে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘শিনওয়ারি একজন দক্ষ এবং সম্মানিত আম্পায়ার ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার সামনে আরও অনেক বছর কাজ করার সুযোগ ছিল। তার মৃত্যু বেদনাদায়ক এবং হতাশাজনক। আমরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lxu7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন