English

29 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

ক্যাচ ধরেই কোটিপতি দর্শক

- Advertisements -

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধনী ম্যাচেই নজর কাড়লেন এক দর্শক। তিনি গ্যালারি থেকে ক্যাচ ধরে প্রায় দেড় কোটি টাকা জিতে নিলেন। ডেওয়াল্ড ব্রেভিসের মারা ছক্কায় ক্যাচ ধরে এ পুরস্কার জিতে নেন এক দর্শক।

টুর্নামেন্টের নিয়মানুসারে এক হাতে ক্লিন ক্যাচ ধরার জন্য সেই দর্শক পুরস্কার পান ২ মিলিয়ন আফ্রিকান র্যান্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৩০ লাখ ৭০ হাজার ২৫ টাকা।

দক্ষিণ আফ্রিকার এই টি-টোয়েন্টি লিগের নিয়মানুসারে কোনো দর্শক যদি ব্যাটসম্যানের মারা ছক্কা একহাতে ক্লিন ক্যাচ ধরতে পারেন, তাহলে তাকে দক্ষিণ আফ্রিকার মুদ্রায় ২ মিলিয়ন র্যান্ড পুরস্কার দেওয়া হয়। এক্ষেত্রে ক্লিন ক্যাচ ধরা জরুরি। বল কোথাও লেগে প্রতিহত হলে চলবে না। অন্য কারও হাতে বা নিজের শরীরের অন্য কোথাও লাগার পরে বল তালুবন্দি করলেও পুরস্কার মিলবে না। এমনকি একাধিকবারের চেষ্টায় ধরা অর্থাৎ জাগলিং ক্যাচও পুরস্কারের জন্য বিবেচিত হবে না। অবশ্য ক্যাচ ধরা দর্শকের বয়স হতে হবে ১৮ বছরের উপরে।

গতকাল মঙ্গলবার গেবেরহায় সেন্ট জর্জ পার্কে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ক্যাপটাউন ও প্যারেল রয়েলস। এই ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে মুম্বাই ক্যাপ টাউন।

দলের হয়ে ৩০ বলে ৪টি ছক্কার সাহায্যে ৪৪ রান করে অপরাজিত থাকেন ডেওয়াল্ড ব্রেভিস। তার মারা ছক্কায় ক্যাচ ধরে পুরস্কার জিতে নেন ওই দর্শক। তিনি মুম্বাই ক্যাপ টাউনের জার্সি পরেছিলেন। এছাড়া ২৭ বলে ৪৪ রান করেন রায়ান রিকেল্টন। ৩২ বলে ৪০ রান করেন রিশি ভেন দার ডুসেন। ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৭ বলে ৩২ রান করেন ডিলন্ড পোর্টগিটার।

টার্গেট তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ১৬০ রানেই অলআউট হয় রয়েল প্যারেলস। দলের হয়ে ২৬ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক ডেভিড মিলার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r80t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন