English

27.5 C
Dhaka
বুধবার, আগস্ট ৬, ২০২৫
- Advertisement -

ক্লাব বিশ্বকাপে জয়ে শুরু ম্যানসিটির

- Advertisements -

ক্লাব বিশ্বকাপের অভিযান জয় দিয়ে শুরু করল আসরের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। বর্ধিত সংস্করণের এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো মাঠে নেমে মরোক্কোর ক্লাব উইদাদ কাসাব্লাংকার বিপক্ষে ২-০ গোলে সহজ জয় পেয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। গোল করেছেন ফিল ফোডেন ও জেরেমি ডোকু।

তবে জয় সত্ত্বেও ম্যাচে কিছুটা অস্বস্তি পোহাতে হয়েছে সিটিকে। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তরুণ ডিফেন্ডার রিকো লুইসকে। ফলে গ্রুপ ‘জি’-এর পরের ম্যাচে আল আইনের বিপক্ষে তাকে পাবে না ইংলিশ ক্লাবটি।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ডান দিক থেকে ডোকুর বাড়ানো বল ফিল ফোডেন পাস দেন সাভিনিওকে। তার শট প্রথমে ফিরিয়ে দেন উইদাদের গোলরক্ষক, তবে ফিরতি বলে গোল করতে ভুল করেননি ফোডেন।

৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডোকু। ফোডেনের নেওয়া কর্নার থেকে বল পেয়ে কাছ থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে স্কোরলাইন ২-০ করে তোলেন এই বেলজিয়ান উইঙ্গার।

৮৮তম মিনিটে উইদাদের স্যামুয়েল ওবেংয়ের মুখে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন রিকো লুইস। নিয়ম অনুযায়ী, ফিফা ক্লাব বিশ্বকাপে লাল কার্ড দেখলে সাধারণত পরের ম্যাচে নিষিদ্ধ হন ফুটবলাররা। তবে ঘটনাটি গুরুতর বিবেচিত হলে নিষেধাজ্ঞা বাড়তেও পারে।

সিটি সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টায় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লুইসকে পাবে না।

বিশ্ব ফুটবলের ক্লাব পর্যায়ের সবচেয়ে মর্যাদার এই টুর্নামেন্টে সিটি আবারও শিরোপার দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করার মিশনে নামছে। প্রথম ম্যাচে যেমন জয় এসেছে সহজে, পরের দুই ম্যাচেও তেমনি ছন্দ ধরে রাখার লক্ষ্য গার্দিওলার দলের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lgix
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন