ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের রাস্তায় ছুটছেন হোসেলিন ব্রেয়া। দুই পাশের দর্শক করতালি দিচ্ছেন, কেউবা চিৎকার করে তাকে উৎসাহ দিচ্ছেন। ফিনিশ লাইন ছুঁয়ে হাসিমুখে দৌড় শেষ করতেই সহ–অ্যাথলেটরাও এগিয়ে এসে প্রশংসায় ভরিয়ে দেন তাকে। কারণ, তিনি দৌড়েছেন গর্ভে সাত মাসের সন্তান নিয়ে!
৩১ বছর বয়সী এই অ্যাথলেট সম্প্রতি কারাকাস রক দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে সবার মন জয় করেছেন। মাত্র ৪০ মিনিট ৩১ সেকেন্ডে ১০ কিলোমিটার পথ শেষ করে তিনি প্রমাণ করেছেন—খেলাধুলা তার কাছে শুধু প্রতিযোগিতা নয়, বরং ভালোবাসা ও অনুপ্রেরণার এক গভীর উৎস।
প্রতিযোগিতার নারী বিভাগে ১২তম হয়েছেন হোসেলিন। তবে সোনার পদকও গেছে তাদের পরিবারেই। কারণ, তার ছোট বোন এদিমার ব্রেয়া চ্যাম্পিয়ন হয়েছেন। এদিমার ১০ কিলোমিটার দৌড় শেষ করেছেন ৩৪ মিনিট ৩ সেকেন্ডে।
দৌড় শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে হোসেলিন লিখেছেন, ‘মূলত মজা করার জন্যই দৌড়েছিলাম। কারণ, কারাকাস রক আমার প্রিয় প্রতিযোগিতাগুলোর একটি। আমার বোনও এখানে অংশ নিয়েছিল। তাই আমি একটু ধীরে ও সচেতনভাবে দৌড়াতে চেয়েছিলাম। তবে এত মানুষের ভালোবাসা পাব, ভাবতেই পারিনি। নারী, পুরুষ, এমনকি শিশুরাও আমাকে বার্তা পাঠিয়েছে। এটা সত্যিই দারুণ এক অনুভূতি।’
জন্ম স্পেনের ভ্যালেন্সিয়ায় হলেও বাবা–মায়ের সূত্রে আন্তর্জাতিক অঙ্গনে ভেনেজুয়েলাকে প্রতিনিধিত্ব করেন হোসেলিন ব্রেয়া। তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ২০২৩ সালে স্প্যানিশ ক্রস–কান্ট্রি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। এর আগেও ২০২২ সালে আলকোবেন্দাস ও সান মার্তিনো দে অরেনসে প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন।
১০ কিলোমিটার দৌড়ে হোসেলিনের সেরা সময় ৩২ মিনিট ৫ সেকেন্ড। আর ২০২৩ সালে ৫ কিলোমিটার দৌড় শেষ করতে তার সময় লেগেছিল ১৪ মিনিট ৩৬ দশমিক ৫৯ সেকেন্ড—যা স্পেনের জাতীয় রেকর্ড ভাঙলেও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়নি।
কারাকাসে অনুষ্ঠিত সাম্প্রতিক প্রতিযোগিতায় তিনি প্রতি কিলোমিটারে গড়ে ৪ মিনিট ৩ সেকেন্ড সময় ধরে দৌড়েছেন। প্রাদোস দেল এস্তে মহাসড়ক থেকে শুরু হয়ে আভেনিদা লাস মার্সিডিজ এলাকায় শেষ হয় এই দৌড় প্রতিযোগিতা।