English

25.7 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

চাঁদের হাটে নেই পাঁচ তারা

- Advertisements -

নাসিম রুমি: ১৪ জুন থেকে ১৩ জুলাই ফিফা ক্লাব বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্রে। খেলা হবে ১১ শহরের ১২টি ভেন্যুতে। এবারই প্রথম অংশ নিচ্ছে সর্বোচ্চ ৩২টি ক্লাব। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি। সবচেয়ে বেশি পাঁচবার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ১০০ কোটি মার্কিন ডলার প্রাইজমানির এবারের আসরে বিশ্ব ফুটবলের পাঁচজন তারকাকে দেখা যাবে না। তারা কেউ কারোর চেয়ে কম নন। এএফপি স্পোর্টের তৈরি করা তালিকা দেখে চমকে উঠবেন—

জটিল যোগ্যতা অর্জন প্রক্রিয়ার জেরে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল এই প্রতিযোগিতায় নেই। তার মানে, মিসরীয় ফরোয়ার্ড সালাহকে দেখা যাবে না ক্লাব বিশ্বকাপে খেলতে। প্রিমিয়ার লিগে ২৯ গোল ও ১৮ অ্যাসিস্ট করা সালাহকে মিস করবে এবারের আসর।

লামিনে ইয়ামাল (বার্সেলোনা)

লিভারপুলের মতো বার্সেলোনাও নেই এই টুর্নামেন্টে। তাই সালাহর মতো খেলা হচ্ছে না স্পেনের ১৭ বছর বয়সি উইঙ্গার লামিনে ইয়ামালেরও। এই মৌসুমে জাদুকরী ফুটবল খেলা ইয়ামালকে দেখতে না পারাটা ফুটবলভক্তদের জন্য আক্ষেপের বড় কারণ হয়ে থাকবে।

ক্রিশ্চিয়ানো রোনালদো (আল নাসর)

ক্লাব বিশ্বকাপে খেলছে এমন কোনো ক্লাবে যদি পাড়ি জমাতেন পর্তুগিজ মহাতারকা, তাহলে খেলা হতো তার। কিন্তু তা না হওয়ায় ৪০-এর রোনালদোকেও দেখা যাবে না এবারের আসরে। দীর্ঘদিন পর পুরোনো প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে তার দ্বৈরথ মিস করবে ফুটবলবিশ্ব।

বুকায়ো সাকা (আর্সেনাল)

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালিস্ট আর্সেনালও নেই ক্লাব বিশ্বকাপে। তাই ইংলিশ স্ট্রাইকার সাকাও নাম লিখিয়েছেন সালাহ, ইয়ামালদের তালিকায়। এই মৌসুম গানাররা শেষ করেছে কোনো ট্রফি না জিতে। ক্লাব বিশ্বকাপের ট্রেন মিস করা তাদের আফসোস আরও বাড়াবে।

নেইমার (সান্তোস)

৩৩ বছর বয়সি সান্তোসের ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমারের অনুপস্থিতি বাণিজ্যের দিক থেকে আয়োজকদের জন্য বড় ক্ষতি। যুক্তরাষ্ট্রে টিকিট বিক্রিতে তেমন সাড়া নেই। নেইমার খেললে হয়তো আয়োজকদের কপালের ভাঁজ কিছুটা কমত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1uiv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন