English

26.2 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
- Advertisement -

চাকরি হারালেন কলকাতার প্রধান কোচ

- Advertisements -

নাসিম রুমি: সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুবিধা করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। হতাশাজনক পারফরম্যান্সের পর চাকরি হারিয়েছেন দলটির প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা।

২০২২ সালের আগস্টে প্রথমবার কলকাতায় যোগ দেন চন্দ্রকান্ত। তিনি দায়িত্ব নেওয়ার পর ২০২৩ সালে প্রথম মৌসুমে দল সপ্তম হয়েছিল। তবে ২০২৪ সালে তার অধীনেই কলকাতা শিরোপা জয়ের স্বাদ পায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা লিখেছে, ‘চন্দ্রকান্ত পণ্ডিত নতুন কিছু অন্বেষণের সিদ্ধান্ত নিয়েছেন। তাই কেকেআরের প্রধান কোচ হিসেবে তাকে আর দেখা যাবে না।’

একবার দলটিকে শিরোপা জেতানোয় চন্দ্রকান্তের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে কলকাতা লিখেছে, ‘২০২৪ সালে চ্যাম্পিয়ন করানোর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। সঙ্গে দলকে শক্তিশালী করার জন্য। তার নেতৃত্ব এবং শৃঙ্খলা দলের ওপর দারুণ প্রভাব রেখেছে। তার ভবিষ্যতের জন্য শুভ কামনা।’

ইএসপিএন ক্রিকইনফোর জানিয়েছে, ভারতের ঘরোয়া ক্রিকেটে দারুণ সাফল্য থাকা পণ্ডিত আবারও মধ্যপ্রদেশ দলের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব নিতে পারেন। তবে এখনো এটি নিশ্চিত নয়। সবকিছু নির্ভর করছে এখন তার নতুন শুরুর ওপর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d9de
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন