ম্যানচেস্টার ইউনাইটেডে চরম অস্থিরতার মধ্যে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো। ২১ বছর বয়সী এই খেলোয়াড়ের সঙ্গে ক্লাবের চুক্তি ২০২৮ সালের জুন পর্যন্ত থাকলেও তিনি দল ছাড়তে চান এবং একমাত্র গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন চেলসিকে।
ইতালিয়ান ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর তথ্যমতে, গারনাচো ম্যানইউ কর্তৃপক্ষকে বলেছেন, ‘আমাকে চেলসিতে বিক্রি করো, না হলে আমি এখানে থাকব, কিন্তু ছয় মাস বা এক বছর খেলব না। ’
সম্প্রতি গারনাচো সমালোচনার মুখে পড়েন, যখন তার হাতে ভেপ পেন ধরা একটি ছবি ফাঁস হয়। নতুন প্রধান কোচ রুবেন আমরিমও তাকে পছন্দ করছেন না; যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের দলে ডাকেননি।
এর আগে ইউরোপা লিগ ফাইনালে (যেখানে তারা টটেনহামের কাছে হারে) কম সময় খেলার জন্য তিনি প্রকাশ্যে কোচকে সমালোচনা করেছিলেন— ‘আমি প্রতিটি রাউন্ডে খেলেছি, দলকে সাহায্য করেছি। আজ মাত্র ২০ মিনিট খেলানো হলো… বুঝতে পারছি না। ’
ট্রান্সফার উইন্ডোতে ম্যানইউ পুরো আক্রমণভাগ নতুন করে সাজিয়েছে, যেখানে তারা খরচ করেছে ২৪০ মিলিয়ন ইউরো। রাসমুস হয়লুন্ড গেছেন এসি মিলানে (ধারের চুক্তিতে), মার্কাস র্যাশফোর্ড গেছেন বার্সেলোনায় (ধার চুক্তিতে) এবং দলে এসেছেন বেনিয়ামিন সেসকো, মাতেউস কুনিয়া ও ব্রায়ান এমবেউমো।
রোমানোর রিপোর্টের পর চেলসি গারনাচোকে দলে ভেড়ানোর আলোচনায় গতি এনেছে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড নাকি ইতিমধ্যে ব্যক্তিগত চুক্তিতে সম্মত হয়েছেন এবং শুধুমাত্র লন্ডনের এই ক্লাবের হয়েই খেলতে চান। দুই ক্লাবের মধ্যে আলোচনা প্রায় ৪০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে শেষ হতে পারে।
মাদ্রিদে জন্ম নেওয়া গারনাচো ২০২২ সালের এপ্রিল থেকে ম্যানইউর মূল দলে আছেন। এ পর্যন্ত ১৪৪ ম্যাচে করেছেন ২৬ গোল, করিয়েছেন ২২টি। তিনি ২০২৩ সালের এফএ কাপ ও লিগ কাপ জয়ের অংশও ছিলেন।