English

26 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬
- Advertisement -

ছেলের ম্যাচ দেখে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা

- Advertisements -

স্প্যানিশ লা লিগায় ছেলের খেলা দেখতে হাজির হয়েছিলেন ডেভিড কর্দোন কানো। গেতাফের তরুণ ডিফেন্ডার দাভিনচি জানতেন না সেটাই ছিল তার সাথে বাবার শেষ দেখা। স্টেডিয়াম থেকে বাড়ি ফেরার পথে স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন কানোসহ ৪২ জন।

রবিববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার সেই ম্যাচে দাভিনচি হাঁটুর চোটের কারণে খেলতে না পারলেও ছেলেকে সমর্থন দিতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তার বাবা। ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে হুয়েলভাগামী আলভিয়া ট্রেনে ওঠেন কানো। পথে আদামুজ এলাকার কাছে ট্রেনটি দুর্ঘটনায় পড়লে প্রাণ হারান।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে আবেগঘন বার্তা দিয়েছেন ১৮ বছর বয়সী দাভিনচি। বাবার সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, জীবনের প্রতিটি লড়াইয়ে বাবার শেখানো শক্তি আর সাহসকে সামনে রেখে এগিয়ে যাবেন।

ইনস্টাগ্রামে দাভিনচি লেখেন, ‘আমার জীবনের সবকিছুই হবে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটির জন্য, আমি কখনো হাল ছাড়ব না।’

স্প্যানিশ ফুটবল অঙ্গনেও নেমে এসেছে শোক। গেতাফে ক্লাব এক বিবৃতিতে দাভিনচির বাবার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে পরিবারের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে। ক্লাব জানায়, অল্প সময়ের মধ্যেই ডেভিড কর্দোন কানো সবার প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন।

দাভিনচির বাবা নিজেও খেলোয়াড় ছিলেন। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত স্পেনের জাতীয় বিচ সকার দলে খেলেছেন। ইউরোপিয়ান লিগ জিতেছেন দুইবার, বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ছিলেন রানার্সআপ।

গেতাফের হয়ে সাতটি লিগ ম্যাচ খেলেছেন দাভিনচি। এই তরুণের দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে তাঁর ক্লাব।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vmkb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন