English

21 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
- Advertisement -

জিনস পাল্টাতে রাজি না হওয়ায় দাবা চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন

- Advertisements -

নাসিম রুমি: নিউইয়র্কে চলমান ওয়ার্ল্ড র‍্যাপিড চ্যাম্পিয়নশিপে ড্রেসকোড নিয়ম ভাঙার কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন র‍্যাংকিংয়ের শীর্ষ দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। পোশাক নীতিমালা লঙ্ঘন করায় দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে তাকে এই সিদ্ধান্ত জানিয়েছে। সোমবার থেকে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড ব্লিটৎজ চ্যাম্পিয়নশিপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন দাবায় পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়ন।

ফিদে এক বিবৃতিতে জানায়, ‘ম্যাগনাস কার্লসেন জিনস পরে পোশাকের নীতিমালা (ড্রেসকোড) ভেঙেছেন, যেটা এই ইভেন্টে দীর্ঘদিন থেকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। প্রধান বিচারক কার্লসেনকে এই নিয়ম ভাঙার বিষয়ে জানিয়েছেন, ২০০ ডলার জরিমানাও করেছেন এবং পোশাক পাল্টানোর অনুরোধ করেছেন। দুর্ভাগ্যজনকভাবে কার্লসেন তা প্রত্যাখ্যান করেছেন, যার ফলে নবম রাউন্ডে (খেলায়) তাকে নেওয়া হয়নি। এই সিদ্ধান্ত পক্ষপাতহীন এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য।’

বাদ পড়ে কার্লসেন ‘টেক টেক টেক’ পডকাস্টে বলেন, ‘বলেছিলাম আগামীকাল পাল্টাবো…কিন্তু তারা বলেছে তোমাকে এখনই পাল্টাতে হবে। আমার জন্য এটা নীতিগত ব্যাপার, তাই বিষয়টি এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে! সত্যি বলতে, এত পাত্তা দেওয়ার মতো বয়সও আমার নেই। যদি তারা এটাই করতে চায়, তাহলে আমি হয়তো অন্য কোথাও যাব, যেখানে পরিবেশটা আরেকটু ভালো।’

সপ্তম রাউন্ড শেষে জিনস পরে খেলায় কার্লসেনকে ২০০ ডলার জরিমানা করা হয়। অষ্টম রাউন্ডে জয়ের পর নবম রাউন্ডের জন্য তাকে পোশাক পাল্টানোর জন্য বলা হলেও তিনি রাজি হননি। এর ফলে ওই রাউন্ডের খেলায় তাকে রাখা হয়নি এবং এই কার্লসেনও সরে দাঁড়ান।

ওয়ার্ল্ড র‍্যাপিডে পাঁচবার এবং ব্লিটৎজে সাতবারের চ্যাম্পিয়ন কার্লসেন। ফিদের ওপর বিরক্তি প্রকাশ করেছেন নরওয়ের এই গ্র্যান্ডমাস্টার। তার দেশের চ্যানেল এনআরকে-কে তিনি বলেন, ‘আমি ফিদের ওপর খুব বিরক্ত। তাই ওদের সঙ্গে আর কোনোকিছুই করতে চাই না। সবার কাছে দুঃখ প্রকাশ করছি, হয়তো এটা বোকামিসুলভ নীতি, কিন্তু ব্যাপারটা মজার নয়।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0rnf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন