English

33.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
- Advertisement -

জুন থেকে ক্রিকেটে আসছে পরিবর্তন, বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু

- Advertisements -

ক্রিকেট খেলার নিয়মে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। এই পরিবর্তন টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই হবে। টেস্টে আগামী জুন মাস থেকে এই পরিবর্তন কার্যকর হবে। আর ওয়ানডে ক্রিকেটে এই পরিবর্তন শুরু হবে জুলাই মাস থেকে।

টেস্ট ও ওয়ানডে; দুই সংস্করণেই পরিবর্তন হওয়া নিয়ম প্রথম কার্যকর হবে বাংলাদেশের ম্যাচে। ১৭ জুন থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। ওই ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটে নতুন নিয়ম চালু হবে। একই প্রতিপক্ষের বিপক্ষে ২ জুলাই ওয়ানডেতে মুখোমুখি হবে টাইগাররা। সেই ম্যাচ থেকে কার্যকর হবে সাদা বলের নতুন নিয়ম।

টেস্টে কনকাসন সাব নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে যে কাউকে কনকাসন সাব হিসাবে নামানো যাবে না। খেলা শুরুর আগে ম্যাচ রেফারির কাছে দলগুলিকে পাঁচ জন ক্রিকেটারের তালিকা জমা দিতে হবে। সেই তালিকায় একজন ব্যাটার, একজন উইকেটরক্ষক, একজন পেস বোলার, একজন স্পিনার এবং একজন অলরাউন্ডার থাকবেন। সেই তালিকা থেকেই উপযুক্ত বিকল্প ক্রিকেটার মাঠে নামাতে হবে। মানে, কোনো পেসার ইনজুরিতে পরলে একজন পেসারকেই নামাতে হবে।

ওয়ানডে ক্রিকেটে আগে ম্যাচের প্রতি ইনিংসে দুইটি বলে খেলা হতো। সেটি পিচের দুই প্রান্ত থেকে ব্যবহার করা হতো। অর্থাৎ, ২৫ ওভার করে ব্যবহৃত হতো একটি বল। নতুন নিয়ম অনুযায়ী, আগেই মতোই দুইটি বল ৩৪ ওভার পর্যন্ত ব্যবহার করা হবে। তবে ৩৫তম ওভার থেকে খেলা হবে একটি বলে। সেক্ষেত্রে যে বলটি তুলনামূলক ভালো অবস্থায় থাকবে, সেটি দিয়েই বাকি ১৬ ওভার খেলা হবে। আর বৃষ্টির কারণে খেলা ২৫ বা তার কম ওভারে খেলা হলে একটি বলেই পুরো ইনিংস খেলা হবে।

ওপরের পরিবর্তন ছাড়াও বাউন্ডারি লাইনে ক্যাচ ধরা এবং ডিআরএস নেওয়ার নিয়ম নিয়েও বেশ কিছু পরিবর্তন আনার কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। কী পরিবর্তন করা হবে, তা এখনো জানানো হয়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9ios
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন