নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় ২৬ মাস পর মাঠে ফিরেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা পল পগবা। শনিবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে এএস মোনাকোর হয়ে মাঠে নামেন এই মিডফিল্ডার। স্বদেশি লিগে এটি ছিল পগবার অভিষেক ম্যাচ। প্রত্যাবর্তনের ম্যাচে পরাজয় দেখতে হয়েছে পগবাকে। রেনের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে মোনাকো। ম্যাচে ৮৫ তম মিনিটে বদলি হিসেবে নামেন পগবা।
ডোপ টেস্টে পজিটিভ হয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে সব ধরনের ফুটবল থেকে সাময়িক নিষিদ্ধ হন পগবা। সে সময় ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে খেলতেন তিনি। তদন্ত শেষে নিষিদ্ধ দ্রব্য সেবনের সত্যতা মেলায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ৪ বছরের জন্য নিষিদ্ধ হন পগবা। তিনি অবশ্য দাবি করে এসেছেন, তাঁর খাবারে কোনো অবৈধ উপাদান মেশানো হয়। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিলের প্রেক্ষিতে পগবার নিষেধাজ্ঞা ৪ বছর থেকে নেমে আসে ১৮ মাসে।
গত জুনে জুভেন্টাস থেকে মোনাকোতে যোগ দেন পগবা। ক্লাবটিতে যাওয়ার পর চোট ও ফিটনেসের কারণে এতদিন মাঠে নামতে পারেননি। চলতি মাসের ৮ তারিখ লেন্সের বিপক্ষে লিগ ওয়ানে অভিষেক হওয়ার কথা থাকলেও গোড়ালির চোটে তা পিছিয়ে যায়।
২০১১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্যারিয়ার শুরু করার পর ২০১২-১৩ মৌসুমে জুভেন্টাসে যোগ দেন পগবা। চার বছর পর আবার ইংলিশ ক্লাবটিতে ফেরেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় দফায় ফের জুভেন্টাসেই পাড়ি জমান ২০২২-২৩ মৌসুমে। ফ্রান্স জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচ খেলে ১১ গোল করেছেন পগবা। ২০১৮ বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে ফ্রান্সের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।
