English

26.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ২৫, ২০২৫
- Advertisement -

নতুন বাংলাদেশ কোথায়? এ তো আরও পুরনো বাংলাদেশ: সুজন

- Advertisements -

নাসিম রুমি: বিসিবি সভাপতি ফারুক আহমেদ ‘নতুন বিপিএল’ -এর স্বপ্ন দেখালেও টুর্নামেন্ট গড়ানোর সাথে সাথেই বোঝা যাচ্ছে- যে লাউ সেই কদু। বরং এমন সব কাণ্ড ঘটছে, যা আগে দেখা যায়নি। যেমন পারিশ্রমিক না দেওয়ায় দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বর্জন। বিসিবির হস্তক্ষেপে সমস্যার আপাতত সমাধান হলেও ভবিষ্যতে শঙ্কা থেকেই যাচ্ছে। এর পেছনে আছে নানাবিধ কারণ।

ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ক্রিকেটারদের একটা চুক্তিপত্র থাকে, যেটা সরবরাহ করে বিপিএল গভর্নিং কাউন্সিল। টুর্নামেন্টের অর্ধেক গড়ালেও সেই চুক্তিপত্র হাতে পাননি ক্রিকেটাররা! গত পরশু চট্টগ্রামে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম অকপটে স্বীকার করেছেন যে, এ বিষয়ে তিনি কিছু জানেন না! তাছাড়া একটি ফ্র্যাঞ্চাইজি ছাড়া বিসিবিকে আর কেউই ব্যাংক গ্যারান্টি দেয়নি। এ বিষয়গুলো নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন খালেদ মাহমুদ সুজন।

ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার কঠোর সমালোচনা করে ঢাকা ক্যাপিটালস কোচ বলেন, ‘আমার হাতে যদি ৫-৭ কোটি টাকা না থাকে, ধরে নিলাম বাকিটা স্পনসর থেকে আসবে; একটা টিম করতে মিনিমাম ৮ কোটি টাকা লাগে। আমার কাছে ৮ কোটি টাকা না থাকলে আমি বিপিএলের টিম কিনব কেন? আমি তো মানুষের আশায় কিনিনি যে, মানুষ আমাকে স্পন্সর দেবে। আপনি তো স্পন্সর পেতেও পারেন, না-ও পেতে পারেন। আর এখন মার্কেটে আপনি কত টাকার স্পনসর পাবেন? তাহলে কারণটা কি বিপিএল টিম কেনার? আপনার যখন টাকা নেই, আপনি কেন আসছেন?’

ব্যাংক গ্যারান্টি ইস্যুতে বিসিবির সমালোচনা করতেও ছাড়েননি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ‘আমরা জানতাম বিপিএলে ব্যাংক গ্যারান্টি দেয়, সেই ব্যাংক গ্যারান্টি কোথায়? বিসিবিকে তো ব্যাংক গ্যারান্টি দিচ্ছে না। তাহলে বিসিবির ভূমিকাটা কী? বিপিএল গভর্নিং কাউন্সিলের ভূমিকা তো এসবে হওয়া উচিত। ব্যাংক গ্যারান্টি না দিলে আমি দল দিব কেন? আমাকে কেন বিপিএল করতে হলো? কেন? আমরা নতুন বোর্ড আসছি, আমাদের করতেই হবে… তো নতুন বাংলাদেশ কোথায় হলো? এটা তো আরও পুরনো বাংলাদেশ হয়ে গেল! আমরা সবাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, কিন্তু এটা তো আরও বেশি পুরান হয়ে গেল।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ejod
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন