English

29.4 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫
- Advertisement -

পর্তুগালের বয়সভিত্তিক দলে অভিষেক হল রোনালদোর ছেলের

- Advertisements -

নাসিম রুমি: বয়স ৪০ পার হয়েছে, তবুও এখনও মাঠ মাতিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এদিকে বাবার পথেই হাঁটছেন রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র। মঙ্গলবার (১৩ মে) পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে অভিষেকও হয়ে গেল তার। বাবার মতোই ৭ নম্বর জার্সি পড়ে মাঠে নেমেছেন রোনালদো জুনিয়র।

জাপানের বিপক্ষে অভিষেক হয়েছে রোনালদোর ছেলের। সেই ম্যাচটিতে পর্তুগালের যুবারা জিতেছে ৪-১ গোলে। বাবার মত হতে খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছে রোনালদো জুনিয়র। ক্রোয়েশিয়ায় চলছে ভ্লাৎকো মার্কোভিচ আন্তর্জাতিক টুর্নামেন্ট। ১৩ থেকে ১৮ মে চলবে বয়সভিত্তিক দলের টুর্নামেন্টটি।

টুর্নামেন্টে অংশ নিতে পর্তুগাল দলের সঙ্গী হন রোনালদো জুনিয়র। গতকাল প্রথমবারের মতো অনুশীলন করে পর্তুগাল স্কোয়াডের সতীর্থদের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন ক্রিস্টিয়ানোর মা ও জুনিয়রের দাদি মারিয়া দলোরেস। ম্যাচের দিনও নাতির খেলা মাঠে বসে উপভোগ করেছেন তিনি।

রোনালদো জুনিয়রের সামনে সুযোগ ছিল পাঁচটি আলাদা দেশের জাতীয় দলকে বেছে নেয়ার। তবে ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র ও কেপ ভার্দেকে না বলে পর্তুগালের হয়েই খেলার সিদ্ধান্ত নেয় রোনালদো জুনিয়র। রোনালদোর ছেলেকে ঘিরে আগামীর পর্তুগাল স্বপ্ন দেখতেই পারে।

ছেলের অভিষেকে খুশি বাবাও। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রোনালদো লিখেছেন, ‘পর্তুগালের জার্সিতে তোমার অভিষেকের জন্য অভিনন্দন। তোমাকে নিয়ে গর্বিত।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন