প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গেল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে মূল পর্বের ড্র। যেখানে বাংলাদেশ পড়েছে বি গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শক্তিশালী তিন দল। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দুই দল চীন ও উত্তর কোরিয়া। চীন হলো আসরের সর্বোচ্চ সফল দল। নারী ফুটবল দলের জন্য কঠিন প্রতিপক্ষদের মোকাবিলা করতে পরিকল্পনা সাজানো হচ্ছে।
মূল পর্বের খেলা আগামী মার্চ মাসে। আর এই টুর্নামেন্টকে কেন্দ্র করে আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হবে মেয়েদের সিরিয়াস অনুশীলন ক্যাম্প। তার আগে দলের কোচিং বহরে যুক্ত হবেন তিন জনের কোচিং স্টাফ। বাফুফে তিন জন ইউরোপীয়ান কোচ যুক্ত করার পরিকল্পনা করছে। গতকাল এমনটি জানিয়েছেন বাফুফের নারী বিভাগের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
বাফুফে ভবনে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কিরণ বলেন, ‘পরিকল্পনা চলছে (কোচিং স্টাফ নিয়ে)। সভাপতির সঙ্গে আলোচনা করেছি। তাকে বলেছি আমাদের তিনটা জিনিস প্রয়োজন। গোলকিপিং কোচ, নারী দলের সহকারী কোচ এবং ফিজিক্যাল ফিটনেসের জন্য একজন কোচ। আর এই সব কোচই হবে বিদেশি। সভাপতি আমাকে বলেছেন দেখার জন্য। তো আমি দেখছি। আমাদের বর্তমান যারা কোচিং স্টাফ রয়েছেন তারাও থাকবেন, তাদের সঙ্গে নতুন কোচিং স্টাফরা যোগ হবেন।’
অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে দলের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে চায় বাফুফে। এশিয়ান কাপের প্রতিপক্ষ নিয়ে কিরণ বলেন, ‘আমরা শক্তিশালী প্রতিপক্ষ পেয়েছি। আমি মনে করি, ভালো হয়েছে। এখান থেকে আমরা শিখতে পারবো। এ ধরনের দল সহজে পাওয়া যায় না। এ ধরনের ম্যাচ খেললে আমরা জানতে পারবো এবার ঐ লেভেলে খেলতে হলে আমাদের কী করা উচিত।’
অস্ট্রেলিয়া যাওয়ার আগে বিদেশে ক্যাম্প হবে। তিনি জানান, ‘আমরা চাইলেই তো হবে না। আমি এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার ফুটবল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রস্তাব দিয়েছিলাম। কোরিয়া আমাদেরকে জানিয়েছে এশিয়ান কাপের প্রস্তুতির জন্য তাদের দল পাঠাবে ইউরোপে। যে কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমাদের খেলা হচ্ছে না। এখন আমি জাপানের সঙ্গে কথা বলেছি এবং স্পেনের সঙ্গেও কথা বলবো। জাপানের সঙ্গে অল্প কথা হয়েছে। তারা কিছু জানায়নি। তবে আমরা বসে থাকবো না। মূল কথা হলো ইউরোপ-এশিয়ার বড় দলগুলোর সঙ্গে আমরা কথা বলবো, যারা আমাদের গ্রুপে নেই (এশিয়ান কাপের) যাদের সঙ্গে মিলবে তাদের সঙ্গেই খেলবো। আমরা চাইছি মার্চের আগে প্রত্যেক মাসেই প্রস্তুতি ম্যাচ খেলতে।’
স্বাভাবিকভাবেই যে কোনো বড় টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে দল ভেন্যুর কন্ডিশনের কথা মাথায় রেখে অনুশীলন ক্যাম্প পরিচালনা করে বাফুফে। এবারও তার ব্যতিক্রম কিছু হবে না বলেই জানিয়েছেন নারী বিভাগের প্রধান। তাই অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার আগে তার পরিকল্পনা মেয়েদের স্পেনে ক্যাম্প করানোর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনায় স্পেন রয়েছে। তাদের সঙ্গে এটা নিয়ে যোগাযোগ করবো। তবে আগেও বলেছি যে আমরা চাইলেই হবে না তাদের সঙ্গেও সিডিউল মিলতে হবে। শুধু তাই নয়, তাদেরও তো ইচ্ছা থাকতে হবে চাইতে হবে আমাদের। কিন্তু হ্যাঁ আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না।’