ফুটবল মাঠের রোমাঞ্চ আর কার্নিভালের আনন্দ নিয়ে গত ২৩ ও ২৪ জানুয়ারী, ২০২৬ অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ফুটবল মহোৎসব ‘নর্থউইন্ড চ্যাম্পিয়নশিপ সিজন ২’- পাওয়ার্ড বাই আইডিপি আইইএলটিএস ঢাকা। এই ইন্টার-স্কুল টুর্নামেন্টটি ক্রীড়া প্রতিযোগিতা ও বিনোদনের এক অনন্য সমন্বয় হিসেবে সফলভাবে শেষ হয়েছে।
মাঠের লড়াই ও ফলাফল:
এবারের আসরে অনূর্ধ্ব-১৯ বিভাগে দেশের বিভিন্ন স্কুলের সেরা ফুটবলাররা অংশ নিয়েছিলেন : মোট ২৪টি ছেলেদের দল এবং ৬টি মেয়েদের দল , যারা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণে লড়াই করেছে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় শেখ মোরসালিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আয়োজনের জৌলুস বাড়িয়েছিলেন। তিনি তরুণ খেলোয়াড়দের সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানার-আপ ট্রফি তুলে দেন।
নর্থউইন্ড চ্যাম্পিয়নশীপ সিজন ২ ছেলেদের ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল ( BIT) ও রানার্সআপ হয় মাস্টারমাইন্ড উত্তরা। মেয়েদের ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় র্যাভেনস ও রানার্সআপ হয় স্কলাসটিকা।
উৎসবমুখর কার্নিভাল ও বিনোদন:
মাঠের ফুটবল লড়াইয়ের পাশাপাশি দর্শকদের জন্য পুরো ভেন্যুটি ছিল উৎসবমুখর। এই আয়োজনের বিশেষ আকর্ষণগুলোর মধ্যে ছিল কিছু দুর্দান্ত ও প্রতিভাবান শিল্পীদের আকর্ষণীয় পরিবেশনা যা দর্শককে মাতিয়ে রেখেছিল। সবার জন্য ছিল বিভিন্ন মজাদার গেম জোন, ফ্রি গুডি ব্যাগ এবং সারপ্রাইজ গিভঅ্যাওয়ে।আরও ছিল র্যাফেল ড্র , লটারির মাধ্যমে দর্শনার্থীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় সব পুরস্কার।
আইডিপি আইইএলটিএস-এর সহযোগিতায় আয়োজিত ‘নর্থউইন্ড চ্যাম্পিয়নশিপ সিজন ২’ স্কুল পর্যায়ে ফুটবলকে একটি উৎসব হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আয়োজক কমিটি এই উৎসবকে সফল করার জন্য সকল খেলোয়াড়, দর্শক এবং সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
