বিশ্বকাপ ২০২৬ ফুটবলের টিকিটের জন্য বাফুফেতে সাধারণ দর্শক আবেদন করতে পারবেন। আজ থেকে আবেদন করা যাবে, ২২ জানুয়ারি পর্যন্ত আবেদন করার শেষ সময়। আবেদনের সঙ্গে ৫০০ টাকা জমা দিতে হবে। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যেসব দেশ খেলবে তাদের জন্য টিকিট বরাদ্দ এক রকম, না খেলা দেশগুলোর জন্য টিকিট বরাদ্দ আরেক রকম। বাংলাদেশ সর্বোচ্চ ৩৩০টা টিকিট পাবে।
এবার বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে ৩ দেশে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা এর আয়োজক। তবে বিশ্বকাপের বেশির ভাগ খেলাই হবে যুক্তরাষ্ট্রে। এবারই প্রথম ৪৮ দল নিয়ে বিশ্বকাপ হবে। এরই মধ্যে ফিফা বিশ্বকাপের টিকিট চাহিদা ছেড়েছিল ২১১টি দেশের সাধারণ দর্শকদের কাছে। ১১ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত র্যামডম আবেদন জমা পড়েছে ৫০ কোটি। এর মধ্যে বাংলাদেশের দর্শকও আবেদন করেছেন। ফিফার সদস্য হিসেবে বাংলাদেশ কিছু টিকিট পায়। সেটি কারা পাবেন সেজন্য আবেদন চাওয়া হয়েছে।
সবচেয়ে বেশি আবেদন গিয়েছে ইউরোপ হতে। ব্রাজিল, কলম্বিয়া, ইংল্যান্ড, জার্মানি, আর্জেন্টিনাসহ আশপাশের দেশ থেকে আবেদন গেছে ফিফার টেবিলে। গত দুটি বিশ্বকাপে সাধারণ দর্শকের জন্য ভিসা নিতে হয়নি। রাশিয়া ২০১৮ এবং কাতার ২০২২ বিশ্বকাপে টিকিট কিনলে টিকিটধারীকে একটি ফ্যান আইডি পাঠানো হতো। সেটি বিমান বন্দরে ভিসা হিসাবে ধরা হতো। ফ্যান আইডি নিয়ে দূতাবাসে যাওয়া লাগত না। টিকিট হলেই অন্যান্য নিয়মাবলী পূরণ করে ফ্যান আইডি হাতে পেতেন দর্শক। এবার সেই নিয়ম তুলে দেওয়া হয়েছে। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নানা ইস্যুতে কথা বলেছেন।
ফিফার তরফ থেকে সবকিছু জানানো হয়েছিল। ভিসা আবেদন প্রসঙ্গে সম্প্রতি ট্রাম্প প্রশাসন থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলার টিকিট যারা পাবেন, তারা ভিসা সাক্ষাৎকারের জন্য অগ্রাধিকার পাবেন। এখন ভিসা সাক্ষাৎকার পাওয়া কঠিন হয়ে গেছে। এখন আবেদন করলে ১০ মাস কিংবা ১ বছর পর সাক্ষাৎকারের জন্য সময় অ্যাপোয়েন্টমেন্ট পাওয়া যায়। ভিসা সাক্ষাৎকারে সময় পাওয়া যাবে শুধুমাত্র টিকিটধারীদের জন্য।
বাফুফের মাধ্যমে বাংলাদেশ থেকে যারা টিকিট কিনতে চায় তাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনের নিয়মকানুন, সবকিছু বাফুফে থেকে জানানোর কথা ছিল। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত সেটি পাওয়া যায়নি।
