আগামীকাল রোববার মুম্বাইয়ে নারী বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে ভারত, তাই ভারতীয়দের মধ্যে টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি চলছে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই বলছে, ফাইনালের টিকিটের জন্য ডিওয়াই পাতিল স্টেডিয়ামের কাউন্টারের সামনে লম্বা লাইন তৈরি হয়েছে।
অফলাইনের পাশাপাশি অনলাইনেও চলছে টিকিট বিক্রি।
অতিরিক্ত চাহিদার কারণে টিকিটের দামও বেড়েছে। নির্দিষ্ট একটি গ্যালারির প্রতিটি টিকিটের দাম দেড় লাখ টাকা পর্যন্ত ছাড়িয়ে গেছে।
রোববার স্থানীয় সময় বেলা তিনটায় শুরু হতে যাওয়া ম্যাচের জন্য অফলাইন টিকিট কখন বিক্রি শুরু হবে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, শনিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামের বাইরে টিকিট কাউন্টারগুলোর সামনে লম্বা লাইন দেখা যায়, যেখানে কিছু লোক ৩৬ ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করছিল।
অনলাইন টিকিটের একটি অংশ ভারতের ফাইনালে জায়গা নিশ্চিত হওয়ার আগেই বিক্রি হয়ে গিয়েছিল। বুকমাইশোতে দেখা গেছে ‘সোল্ড আউট’ বার্তা। তবে ভায়াগোগোর মতো ওয়েবসাইটগুলোতে কিছু টিকিট পাওয়া যাচ্ছে, যেখানে দাম ৬ হাজার ৫০০ থেকে শুরু করে ১ লাখ ৩০ হাজার রুপির বেশি।
