নাসিম রুমি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ সভা হয়েছিল গত সোমবার। এরপরই অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচনের ঘোষণা এসেছে। তামিম ইকবালের পর আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ দলের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও গতকাল বিসিবির পরিচালক পদে লড়াইয়ের ঘোষণা দেন।
বিসিবির উন্নয়নের জন্য কী কী করতে হবে সেসব জানা আছে বলে দাবি নান্নুর, ‘আমি অনেকদিন ধরে বিসিবির সঙ্গে সম্পৃক্ত। এখানে কী কাজ করতে হবে, কোন জায়গায় উন্নয়নের দরকার আছে, কোন জায়গায় আরও বেশি মনোযোগ দিতে হবে সবই জানা আছে আমার। সুযোগ পেলে আরও বেশি সম্পৃক্ত হয়ে কাজ করার সুযোগ হবে।’
২০০৪ সালে খেলা ছাড়ার পর থেকেই নান্নু বিসিবির সঙ্গে নানাভাবে যুক্ত ছিলেন। অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২০০৫ সাল থেকেই বিসিবির সঙ্গে আছি। এইচপি দলের সঙ্গে কাজ করেছি অনেকদিন, অনূর্ধ্ব-১৮ দলের সঙ্গেও কাজের অভিজ্ঞতা আছে। তারপর নির্বাচক হিসেবে ছিলাম। গত তিন-চার দশক ধরে বাংলাদেশ ক্রিকেটে কী হচ্ছে সবই জানি। কীভাবে এগোনো দরকার জানি।’
ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে বলেও জানালেন সাবেক এই অধিনায়ক, ‘সবাই ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন যারা যে ক্যাটাগরিতে নির্বাচন করবেন তা নিয়ে। আমাদের এখানে সবচেয়ে শক্তিশালী জায়গা হলো ক্লাব। ক্লাবের ওরা সবকিছু গুছিয়ে ফেলেছে।’