ব্যাডমিন্টন না খেলেও কোটি কোটি টাকার মালিক সাইনা নেহওয়াল। ভারতীয় এই তারকা ২০১৮ মালে ব্যাডমিন্ডনের আরেক তারকা পারুপল্লি কাশ্যপকে বিয়ে করেন। ৭ বছর পর বিচ্ছেদ হচ্ছে তাদের।
বিয়ের দশ বছর আগ থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ২০০৫ থেকেই গোপীচাঁদ অ্যাকাডেমিতে একসঙ্গে অনুশীলন করতেন সাইনা-কাশ্যপ। সম্প্রতি ইনস্টাগ্রামে তাদের বিচ্ছেদের কথা জানিয়েছেন সাইনা।
সাইনা ব্যাডমিন্টন ছাড়াও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং প্রোমোশনের মাধ্যমে টাকা আয় করেন। বর্তমানে তার কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। অভিজাত বাড়ি, বিলাসবহুল গাড়ির কালেকশন রয়েছে তার।
রোববার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কাশ্যপের থেকে আলাদা হওয়ার কথা জানান সাইনা।
ব্যাডমিন্টন তারকা লিখেছেন, ‘জীবন অনেকবার আমাদের অন্য দিশায় নিয়ে যায়। অনেক ভাবনা-চিন্তার পর কাশ্যপ আর আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা শান্তি, উন্নতি এবং হিলিংকে বেছে নিয়েছি। নিজেদের জন্য। স্মৃতির জন্য অনেক কৃতজ্ঞ এবং এগিয়ে যাওয়ার জন্য অনেক শুভেচ্ছা। এই কঠিন সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য অনেক ধন্যবাদ।’
এনে দিয়েছেন। সাইনা নেহওয়াল পদ্মশ্রী এবং পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। ক্রীড়াজগতে অসামান্য অবদানের জন্য অর্জুন পুরস্কার পান। খেলাধুলা ছাড়াও আরও অনেক ভাবে মোটা টাকা রোজগার করেন সাইনা।
টাইমস এর রিপোর্ট অনুযায়ী, সাইনা নেহওয়ালের নেট ওয়ার্থ প্রায় ৪২-৪৫ কোটি টাকা। মাসে তিনি অন্তত ৩৫-৪০ লাখ টাকা আয় করেন। ব্যাডমিন্টন ছাড়াও তার আয়ের সিংহভাগ বিজ্ঞাপন এবং কোম্পানির ব্র্যান্ড এনডোর্সমেন্টের মাধ্যমে আসে। ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য ৭৫ লাখ থেকে ১ কোটি নেন সাইনা।
সাইনার কোটি টাকার বাড়ি, বিলাসবহুল গাড়ি
কোটি কোটি টাকার সম্পত্তির পাশাপাশি বিলাসবহুল জীবনযাপনও করেন সাইনা। হায়দরাবাদে অভিজাত এলাকায় তার বাড়ি রয়েছে। আনুমানিক ৪ কোটি টাকার বেশি দামি বাড়িতে থাকেন তিনি।