English

22 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
- Advertisement -

ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাচ্ছে না পিএসজির কেউ, কী ইঙ্গিত দিচ্ছে তা?

- Advertisements -

ব্যালন ডি’অরের অনুষ্ঠানটা হয় ফ্রান্সের মাটিতে। আরেকটু পরিষ্কার করে বললে প্যারিসেরই অপেরা হাউজ থিয়াত্র দু শাতেলেতে। নিজ শহরে এই অনুষ্ঠান হচ্ছে, তাতে একাধিক পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে পিএসজির খেলোয়াড়, কোচেদের। সেই অনুষ্ঠানে কি না পিএসজির কেউই হাজির হবে না! এই চাঞ্চল্যকর খবরে নড়েচড়ে বসেছে গোটা ইউরোপীয় ফুটবল পরিমণ্ডল।

গত মৌসুমে ট্রেবল জেতা পিএসজির মোট নয়জন খেলোয়াড়কে এ বছরের ব্যালন ডি’অরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। তালিকায় আছেন উসমান দেম্বেলে, দেজ্যেরে দুয়ে, আশরাফ হাকিমি, খভিচা কভারাৎস্খেলিয়া, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ফাবিয়ান রুইজ ও ভিতিনিয়া। গত মৌসুমে থাকা গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা বর্তমানে ম্যানচেস্টার সিটিতে হলেও তার নামও মনোনীতদের মধ্যে আছে।

সবচেয়ে আলোচনায় আছেন দেম্বেলে। দুর্দান্ত মৌসুমে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩৫ গোল ও ১৬টি অ্যাসিস্ট। তাই তিনিই এবার পুরস্কারের ফেভারিট বলে ধরা হচ্ছে। তবে তিনি আজ ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাচ্ছেন না। কারণ তার দলের কেউই এই অনুষ্ঠানে যাচ্ছে না।

পিএসজি এই অনুষ্ঠানে যাচ্ছে না, কারণ মার্শেইয়ের বিপক্ষে ম্যাচ আছে দলটার। সব স্টাফ এই অনুষ্ঠান চলাকালে থাকবেন ভেলোদ্রোমে। তবে দেম্বেলে চাইলে যেতেই পারতেন। কারণ তিনি ও দুয়ে চোটের কারণে মার্শেই ম্যাচের স্কোয়াডেই নেই। এরপরও তিনি ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাবেন না বলেই শোনা যাচ্ছে। যার ফলে গুঞ্জন বাড়ছে, তিনি কি এবার ব্যালন জিতছেন না?

গেল মৌসুমে পুরষ্কারের ঠিক আগে রিয়াল মাদ্রিদ এভাবে অনুষ্ঠান বয়কট করেছিল। কারণ তারা জেনে গিয়েছিল ভিনিসিয়ুস জুনিয়র এই পুরস্কারটি জিতছেন না। সেবার রদ্রি এর্নান্দেজ জিতেছিলেন ব্যালন ডি’অর। এবার যদিও ভিন্ন কারণে, তবু পিএসজিও একই কাজ করল; যার ফলে দেম্বেলের ব্যালন না জেতার গুঞ্জন পাল্লা দিয়ে বাড়ছে।

এদিকে পিএসজি কোচ লুইস এনরিকে কোচ অব দ্য ইয়ারের মনোনয়ন পেয়েছেন। তবু তিনি অনুষ্ঠানে যেতে পারছেন না। মার্শেইর বিপক্ষে বেঞ্চে বসার জন্য তাকে থাকতে হবে দলের সঙ্গে।

রবিবার মার্শেই এক বিবৃতিতে জানায়, আবহাওয়ার কারণে ম্যাচ পিছিয়ে সোমবার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তাজনিত কারণে আজকের ম্যাচ স্থগিত করা হলো। লিগের নিয়ম অনুযায়ী ম্যাচ সোমবার রাত আটটায় ভেলোদ্রোমে অনুষ্ঠিত হবে। আজকের টিকিট কালকের ম্যাচের জন্য কার্যকর থাকবে।’

রবিবার স্থানীয় সময় রাত ২০:৪৫-এ ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রবল বর্ষণের পূর্বাভাসে ম্যাচ স্থগিত করা হয়। কর্তৃপক্ষ জানায়, কিছু এলাকায় কয়েক ঘণ্টায় ৭০ থেকে ৯০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, কোথাও তা পৌঁছাতে পারে ১২০ মিলিমিটার পর্যন্ত।

ফলে এদিন মাঠের লড়াইয়ে ব্যস্ত থাকায় ব্যালন ডি’অরের আলো ঝলমলে অনুষ্ঠানে থাকছে না পিএসজি দল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5i97
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন