ব্যালন ডি’অর নিয়ে রিয়াল মাদ্রিদের ক্ষোভ থামছেই না। মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারের প্রতি ক্লাবটির নীরব বয়কট চলছেই। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, চলতি বছরও একাধিক খেলোয়াড়ের নাম শর্টলিস্টে থাকা সত্ত্বেও পুরস্কার নিয়ে কোনো আগ্রহ দেখায়নি তারা।
এই ‘শীতল যুদ্ধ’ শুরু হয় গত বছর থেকে।
চলতি বছরও কয়েকজন খেলোয়াড়ের নাম শর্টলিস্টে থাকা সত্ত্বেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
ক্লাবের সরকারি ওয়েবসাইট কিংবা সামাজিক মাধ্যমে মনোনয়ন নিয়ে একটিও পোস্ট নেই। তিনজন পুরুষ ফুটবলারের কেউই এ নিয়ে মন্তব্য করেননি। শুধুমাত্র ক্যারোলিন উইয়ার, ডিন হুইসেন ও লিন্ডা কাইসেডো ইনস্টাগ্রামে নিজেদের মনোনয়ন নিয়ে পোস্ট করেছেন।
উইয়ার লিখেছেন, ‘এত ভালো খেলোয়াড়দের সঙ্গে তালিকায় থাকতে পেরে গর্বিত।’
এই দূরত্বের শুরু ২০২৪ সালে, যখন ভিনিসিয়ুস জুনিয়র ব্যালন ডি’অর হারান ম্যানচেস্টার সিটির রদ্রির কাছে। পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগে প্যারিসের অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেয় রিয়াল মাদ্রিদ। তৎকালীন গুঞ্জন ছিল, উয়েফার প্রভাবই ছিল ফলাফলের পেছনে।