English

16 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫
- Advertisement -

ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিং: শীর্ষে কেইন, তালিকায় মেসি

- Advertisements -

ইউরোপিয়ান ফুটবল লিগের শীতকালীন মৌসুম তথা অর্ধেকটা শেষ হয়েছে। চলতি মৌসুমে এখণ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, হ্যারি কেইনরা আলো কেড়েছেন। সংবাদ মাধ্যম গোল ফুটবলারদের পারফরম্যান্স বিশ্লেষণ করে ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। ১০ জনের তালিকায় নাম আছে সর্বাধিক আটটি ব্যালন ডি’অরের রেকর্ড গড়া লিওনেল মেসির।

গোলের ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। তিনি মৌসুমে এরই মধ্যে ৩৫ গোল করেছেন। তিন গোলে সহায়তা দিয়েছেন। জিতেছেন সুপারকাপ।

দুইয়ে থাকা ম্যানসিটির আর্লিং হালান্ড ৩৮বার জালে বল দিয়েছেন। ছয় গোলে সহায়তা দিয়েছেন। সম্ভাব্য সব শিরোপা জয়ের লড়াইয়ে আছে তার দল। তিনে আছেন রিয়াল মাদ্রিদের ফ্রান্স স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ৩৮ গোলের সঙ্গে আট গোলে সহায়তা দেওয়া এই তারকাও মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জয়ের লড়াইয়ে আছেন।

তালিকায় চারে আছেন বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামাল। তিনি ১০ গোল করেছেন। সহায়তা দিয়েছেন ১৪ গোলে। পরের নাম তিন মিডফিল্ডারের। এর মধ্যে পাঁচে আর্সেনালের ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রাইস, ছয়ে পর্তুগালের পিএসজি মিডফিল্ডার ভিতিনহা ও সাতে ফ্রান্সের বায়ার্ন মিডফিল্ডার মাইকেল ওলিস আছেন। এদের মধ্যে ওলিস ১২ গোলের সঙ্গে ও ১৫ গোলে সহায়তা দিয়েছেন।

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে অষ্টম অবস্থানে আছেন লিভারপুল ছেড়ে বায়ার্নে যোগ দেওয়া কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ। তিনি ১৫ গোলের সঙ্গে নয় গোল করিয়েছেন। শিরোপা জিতেছেন একটি। নয় নম্বরে আছেন ইউরোপিয়ান ফুটবল ছেড়ে ইন্টার মায়ামিতে যাওয়া লিওনেল মেসি। মৌসুমে ২২ গোলের সঙ্গে ১৯ সহায়তা দিয়ে মেজর লিগ (এমএসএল) জিতেছেন তিনি। তালিকায় থাকা একমাত্র ডিফেন্ডার আশরাফ হাকিমি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lvgo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন