ভারতের কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। দুই দেশের সীমান্তে প্রায়ই গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনার পর পাকিস্তানের একাধিক ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছিল। এমনকি অনেক খ্যাতনাম তারকার সামাজিক যোগাযোমাধ্যম অ্যাকাউন্টও নিষিদ্ধ করা হয়।
এবার সেই তালিকায় নাম উঠল আরশাদ নাদিমের। প্যারিস অলিম্পিকে স্বর্ণজয়ী অ্যাথলেটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারত থেকে আর খোলা যাচ্ছে না বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।
প্যারিসে ভারতীয় তারকা নীরাজকে টপকে স্বর্ণ জেতেন নাদিম। যেখানে দীর্ঘদিন পরে অলিম্পিকে স্বর্ণ জেতার কীর্তি গড়ে পাকিস্তান। নীরজের সঙ্গে অবশ্য নাদিমের সম্পর্ক বরাবরই ভালো। অতীতে নীরাজের জ্যাভলিন নিয়ে প্রতিযোগিতাতেও নেমেছেন নাদিম।
এদিকে কিছু দিন আগে নিজের আয়োজিত প্রতিযোগিতা ‘এনসি ক্লাসিকে’ নাদিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন নীরাজ। তবে এরপরেই ঘটে পেহেলগাম কাণ্ড। সেই ঘটনার পর নাদিমকে আমন্ত্রণ জানানো নিয়ে দেশবাসীর নিন্দা এবং আক্রমণের মুখে পড়তে হয় নীরাজকে।
এর প্রতিবাদের মুখ খুলেছিলেন নীরাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছিলেন, ‘আরশাদ নাদিমকে এনসি ক্লাসিকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রচুর কথা হচ্ছে। চারিদিকে শুধু ঘৃণা আর কটূক্তি। আমার পরিবারকেও ছাড়া হচ্ছে না। একজন ক্রীড়াবিদ হিসাবে আরশাদকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার চেয়ে বেশি কিছু নয়। আমার লক্ষ্য ছিল এনসি ক্লাসিকের মাধ্যমে বিশ্বের সেরাদের ভারতে আনা। সব ক্রীড়াবিদের কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছিল। পহেলগাঁও কাণ্ডের আগেই আমন্ত্রণ চলে গিয়েছিল। পরের ৪৮ ঘণ্টায় যা ঘটেছে, তার পর আরশাদের এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।’