শুক্রবার রাতে ভিলা পার্কে প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামে অ্যাস্টন ভিলা। যা চলতি মৌসুমে দলটির ঘরের মাঠে শেষ খেলা ছিল। ম্যাচে টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক ভিলা।
জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। নিজে অশ্রুশিক্ত হওয়ার পাশাপাশি ভক্ত-সমর্থকদের ভাসিয়েছেন আবেগের বন্যায়। কেননা চলতি মৌসুম শেষে ভিলার সঙ্গে পাঁচ বছরের পথচলার ইতি টানবেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।
তাতে মার্টিনেজেদের ভক্ত-সমর্থকদের মনে প্রশ্ন জেগেছে, প্রিয় তারকার পরবর্তী গন্তব্য কোথায়? গুঞ্জন ছিল, ইউরোপ ছেড়ে এই আর্জেন্টাইন পাড়ি দিবেন মরুর রাজ্য সৌদি আরবে।