English

25.6 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬
- Advertisement -

মার্চে শুরু হচ্ছে কাতার ফুটবল উৎসব

- Advertisements -

২০২২ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিবাহী কাতারের লুসাইল স্টেডিয়াম আবারও সাক্ষী হতে যাচ্ছে আরেকটি বড় ফুটবল মহারণের। আগামী ২৭ মার্চ ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে।

এই ম্যাচকে কেন্দ্র করে মার্চের শেষ দিকে আন্তর্জাতিক ফুটবল উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার। ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে ‘কাতার ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬’, যেখানে ছয়টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই উৎসবে অংশ নিচ্ছে আর্জেন্টিনা, স্পেন, স্বাগতিক কাতার, সৌদি আরব, মিসর ও সার্বিয়া। ফিফার নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোর মধ্যেই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ফলে সব দলই পূর্ণ শক্তির জাতীয় দল ও তারকাবহুল স্কোয়াড নিয়ে মাঠে নামবে।

ফেস্টিভ্যালে সবচেয়ে আলোচিত ম্যাচটি হবে আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা। এ ছাড়া ৩০ মার্চ স্পেন মুখোমুখি হবে মিসরের। আর ফিনালিসিমার পর ৩১ মার্চ লুসাইল স্টেডিয়ামে স্বাগতিক কাতারের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

ফিফা উইন্ডোর মধ্যে ম্যাচগুলো হওয়ায় কাতারের মাঠে তারকার মেলা বসার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে আছেন লিওনেল মেসি, মোহাম্মদ সালাহ, লামিনে ইয়ামাল, আলেকসান্দার মিত্রোভিচ ও ওমর মারমুশ।

ফুটবল ইভেন্টসের লোকাল অর্গানাইজিং কমিটি (এলওসি) জানিয়েছে, এই আয়োজন আন্তর্জাতিক ফুটবলে কাতারের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এটি ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে অংশগ্রহণকারী দলগুলোর জন্য উচ্চমানের প্রস্তুতির সুযোগ তৈরি করবে।

এলওসি চেয়ারম্যান শেখ হামাদ বিন খলিফা আল থানি বলেন, ‘ফিফা বিশ্বকাপের আগে বিশ্বের সেরা ফুটবল তারকাদের আতিথেয়তা দিতে এবং বিভিন্ন দেশের সমর্থকদের স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’ তিনি বলেন, ‘এই ফেস্টিভ্যাল বিশ্বমানের ফুটবল অভিজ্ঞতা দেওয়ার প্রতি আমাদের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।’

কাতার ফুটবল ফেস্টিভ্যালের টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক দর্শকদের জন্য ভ্রমণ প্যাকেজ পাওয়া যাবে ১ ফেব্রুয়ারি থেকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2upm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন