English

19 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
- Advertisement -

মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলার ঘটনায় ক্রীড়া মন্ত্রীর পদত্যাগ

- Advertisements -

নাসিম রুমি: কলকাতার সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। তবে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী পদে থাকছেন তিনি।

মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

পদত্যাগ পত্রে অরূপ বিশ্বাস লিখেছেন- নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি। ওই চিঠিতে তিনি জানিয়েছেন, মেসির যুবভারতীতে আগমণ ঘিরে সৃষ্ট অনাকাঙ্খিত পরিস্থিতির তদন্তে ইত্যেমধ্যে কমিটি গঠন করা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, তদন্তের স্বার্থেই ক্রীড়া মন্ত্রী অব্যাহতি চেয়েছেন। মুখ্যমন্ত্রী পদত্যাগ গ্রহণ করেছেন। চিঠির ওপরে ১৫ ডিসেম্বর তারিখ উল্লেখ রয়েছে। তবে চিঠিতে অরূপ বিশ্বাসের স্বাক্ষর নেই। তবে ক্রীড়া মন্ত্রী ঘনিষ্ঠ একাধিক নেতা জানিয়েছেন, পদত্যাগ পত্রটি অরূপের এবং নিজ হাতে লেখা।

কুণাল ঘোষ বলেন, এটা অত্যন্ত দূর্ভাগ্যজনক ও লজ্জাজনক ঘটনা। মুখ্যমন্ত্রী নিজেও দুঃখপ্রকাশ করেছেন। দু’টি তদন্তের নির্দেশ দিয়েছেন। ডিজিকে শোকজ করা হয়েছে। তদন্ত নিরপেক্ষ যেন হয়, সেজন্য ক্রীড়া মন্ত্রীর ইস্তফা দিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gry6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন