English

28 C
Dhaka
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
- Advertisement -

মেসির জোড়া গোলের জয়ে প্লে-অফ শুরু মায়ামির, বুঝে পেলেন গোল্ডেন বুট

- Advertisements -

নাসিম রুমি: মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই জয় তুলে নিলো ইন্টার মায়ামি। শনিবার (২৫ অক্টোবর) সকালে ন্যাশভিলকে ৩-১ ব্যবধানে হারানোর ম্যাচে জোড়া গোল করলেন লিওনেল মেসি।

এদিন লিগের সর্বোচ্চ গোল স্কোরারের পুরস্কার গোল্ডেন বুটও বুঝে পেলেন আর্জেন্টাইন তারকা।

বিশ্বের অন্যান্য লিগ আর যুক্তরাষ্ট্রের লিগে শিরোপা নির্ধারণের প্রেক্ষাপট ভিন্ন। যেখানে বিশ্বের বেশিরভাগ লিগে রাউন্ড রবিন লিগ পদ্ধতি শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হয়, সেখানে যুক্তরাষ্ট্রে পার করতে হয় কয়েকটি ধাপ। প্রথম ধাপের ম্যাচ শেষে রাউন্ড ওয়ান বেস্ট অফ থ্রি সিরিজের লড়াইয়ে নেমেছে মেসিরা। এ পর্বে ন্যাশভিলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা।

কনফারেন্স সেমিফাইনাল নিশ্চিতের পথে প্রথম ম্যাচে এগিয়েও গেল তারা। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে জোড়া গোল করে দলকে জয় এনে দিলেন মেসি। ম্যাচ শুরুর ১৯তম মিনিটেই সুয়ারেজের সঙ্গে দারুণ বোঝাপড়ায় দলকে লিড এনে দেন মেসি। মাঝমাঠ থেকে আক্রমণে উঠে ডি-বক্সের ডান কোণায় সুয়ারেজকে পাস দেন আর্জেন্টাইন তারকা। সেটি দখলে নিয়ে ক্রস নেন উরুগুয়ান স্ট্রাইকার। এগিয়ে গিয়ে ছয় গজ দূরত্ব থেকে হেডে জাল খুঁজে নেন মেসি।

দ্বিতীয় গোলটি পেতে অবশ্য দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। মেসির পাস দখলে নিয়ে গোলমুখে ক্রস নেন ইয়ান ফ্লে। হেডে সেটি জালে জড়ান তাদেও আয়েন্দে। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নিজের জোড়া গোলে জয় নিশ্চিত করেন মেসি। ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে জর্দি আলবার ক্রস তালুবন্দি করতে ব্যর্থ হন ন্যাশভিলের গোলরক্ষক। পেয়ে যান অরক্ষিত থাকা মেসি। আলতো ছোঁয়ায় জালে জড়ান তিনি।

যোগ করা সময়ের ১১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি-কিক গোলে ন্যাশভিলের হারের ব্যবধান কমান হ্যানি মুখতার। আগামী ২ নভেম্বর প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে মায়ামিকে আতিথেয়তা দেবে ন্যাশভিলে।

এমএলএসের চলতি মৌসুমে সব মিলিয়ে ২৯ ম্যাচ শেষে মেসির গোল সংখ্যা গিয়ে দাঁড়াল ৩১। প্রথম পর্বে ২৮ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলস্কোরের পুরস্কার গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। সে পুরস্কার আজ তুলে দেওয়া হয়েছে তার হাতে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5rsh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন