যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে মিনেসোটা ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে লিওনেল মেসি দ্বিতীয়ার্ধের শুরুতে জর্দি আলবার অ্যাসিস্ট থেকে একটি গোল করলেও, দলের রক্ষণভাগের দুর্বলতা এবং প্রতিপক্ষের আক্রমণাত্মক খেলার কারণে বড় ব্যবধানে হারতে হয়।
শনিবার আলিয়াঞ্জ ফিল্ডে মিনেসোটার হয়ে গোল করেছেন বঙ্গোকুহলে হ্লংগওয়ানে, অ্যান্থনি মার্কানিচ, রবিন লড। তবে ইন্টার মায়ামির ডিফেন্ডার মার্সেলো ওয়েইগান্টের আত্মঘাতী গোল করেন।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘আমি মনে করি না আমরা প্রতিপক্ষের চেয়ে খারাপ খেলেছি।’
এই গোলের মাধ্যমে মেসি তার পেশাদার ক্যারিয়ারে ১,০৯৮ ম্যাচে ৮৬০ গোল করেছেন। যা তাকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ইন্টার মায়ামি আগামী বুধবার সান হোসে আর্থকুয়েকসের বিপক্ষে খেলবে।