English

32.7 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫
- Advertisement -

মেসি নেই, মায়ামির হয়ে গোল করারও কেউ নেই!

- Advertisements -

নাসিম রুমি: লিওনেল মেসি না থাকলে ইন্টার মায়ামির জন্য ম্যাচ জেতা খুবই কঠিন হয়ে যায়- সেটা আরও একবার প্রমাণিত হলো। মেজর সকার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি সিনসিনাতির সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফ্লোরিডার ক্লাবটি। এতে সাপোর্টার্স শিল্ডের পয়েন্ট তালিকায় সিনসিনাটি ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং মায়ামি ৪২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রইল।

চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার ভোরে ম্যাচ শুরুর আগে ইন্টার মায়ামি তাদের নতুন তারকা আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে পরিচয় করিয়ে দেয়। মেসির জাতীয় দলের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধুকে দেখে পুরো গ্যালারি করতালিতে মেতে ওঠে। নিষিদ্ধ হলেও মেসি স্টেডিয়ামের একটি স্যুইটে বসে ছিলেন। তার অনুপস্থিতিতে আক্রমণভাগে মায়ামির ভরসা ছিলেন লুইস সুয়ারেজ ও তাদেও আলেন্দে। কিন্তু তারা জ্বলে উঠতে পারেননি।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্সের অলস্টার একাদশের মধ্যকার একটি প্রীতি ম্যাচে খেলেননি লিওনেল মেসি ও ডেভিড আলবা। প্রাথমিক স্কোয়াডে থাকা কোনো খেলোয়াড় ইনজুরিতে না পড়া সত্ত্বেও অলস্টার ম্যাচে না খেলায় এমএলএসের নিয়মানুযায়ী দুজনকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। তাই আজকের ম্যাচে তারা খেলতে পারেননি।

গত ৩০ এপ্রিল থেকে মায়ামির প্রতিটি ম্যাচেই ৯০ মিনিট করে খেলেছেন ৩৮ বছর বয়সী মেসি। গত ১৪ জুন থেকে খেলেছেন ৯ ম্যাচ, এর মধ্যে ৪ ম্যাচ খেলেছেন ফিফা ক্লাব বিশ্বকাপে। সর্বশেষ গত ২৭ এপ্রিল মায়ামির ম্যাচে মেসিকে দেখা যায়নি। কিন্তু তার পর থেকে মায়ামির কোনো ম্যাচ মিস করেননি আর্জেন্টাইন কিংবদন্তি। সংবাদমাধ্যম জানিয়েছিল, বিশ্রাম নিতেই এমএলএস অল-স্টার গেমে খেলেননি মেসি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/alr7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন